কলকাতা: উচ্চ প্রাথমিক নিয়োগ ঘিরে ফের জটিলতা। সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চে আবেদন জানালেন কয়েকজন চাকরিপ্রার্থী। আবেদনকারীদের অভিযোগ, ইন্টারভিউ তালিকায় গরমিল থাকা সত্ত্বেও সেই তালিকার ভিত্তিতে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে চলেছে। আবেদনকারীদের মামলা গ্রহণ করেছে কোর্ট। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সৌগত ভট্টাচার্য ডিভিশন বেঞ্চে চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় জারি করা অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয় হাইকোর্ট৷ হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনকে একগুচ্ছ নির্দেশ দেন
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ
◾স্কুল সার্ভিস কমিশন প্রকাশিত তালিকা সম্পর্কে কারো অভিযোগ থাকলে তাঁরা কমিশনের কাছে ব্যক্তিগতভাবে আবেদন জানাতে পারবেন।
◾আগামী ২ সপ্তাহের মধ্যে এই আবেদন জানাতে হবে।
◾আবেদনকারীরা কমিশনের ই-মেইল অথবা সরাসরি আবেদন জানাতে পারবেন।
◾সেই অভিযোগের নিষ্পত্তি করতে কমিশনের ন্যূনতম সচিব পদমর্যাদার কোনও আধিকারিক প্রত্যেক আবেদনকারীর বক্তব্য শুনবেন।
◾সরাসরি আবেদনকারীদের মুখ থেকেই তাঁদের বক্তব্য শুনতে হবে।
◾পরবর্তী ১২ সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।