মুর্শিদাবাদ: স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। সেই কারণেই নিত্যদিন লেগে থাকে অশান্তি। সেই অশান্তির জেরেই আত্মঘাতী গৃহবধূ। মৃতের নাম জুলি বিবি। ঘটনাটি ঘটেছে, সুতি থানার রঘুনাথপুর এলাকায়।
সূত্রের খবর, পারিবারিক অশান্তির জেরেই এই আত্মহত্যা। যদিও, মেয়ের পরিবারের দাবি তাঁর স্বামী দিল বাদশা তাঁকে মেরে ফেলেছে। তারপর প্রমান লোপাট করতেই নিজের ঘরে ওড়না দিয়ে ঝুলিয়ে দেয়।
মেয়ের ভাই জানিয়েছে, স্বামীর বিবাহ বহির্ভুত সম্পর্কের কথা জুলি বিবি জেনে যায়। সেই কারণেই প্রায় অশান্তি চলত সেই কারনেই তাঁকে মেরে ফেলেছে তাঁর স্বামী দিল বাদশা। মেয়ের পরিবারের লোকেরা মেয়ের শ্বশুর বাড়ি লোকজন সহ স্বামীর বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতেই মৃতার স্বামীকে আটক করেছে সুতি থানার পুলিশ।