হাজার রকমের বিউটি প্রোডাক্টে বাজার ছেয়ে গেছে। নামী দামী ব্র্যান্ডের ময়শ্চারাইজার, ক্লেনজার, টোনার, ফেস প্যাক, ক্সিন ব্রাইটেনিং ক্রিম বা লোশন, এসেনশিয়াল অয়েল, ফেস সিরাম ও বিউটি অয়েলের মধ্যে কোনটা ছেড়ে কোনটা বাছবেন সেটা ঠিক করতেই সময় চলে যায়। তাই এত সাত পাঁচ না ভেবে শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা নিত্য দিনের রূপচর্চায় এই কয়েকটা জিনিস রাখলেই মুশকিল আসান হবে সহজেই। যেমন-
ফেস ক্লেনজার
রোদ ও পরিবেশ দূষণের কারণে বাড়ির বাইরে বেরোলেই ত্বকের অবস্থা শোচনীয় হয়ে ওঠে। জৌলুস হারিয়ে ত্বক একেবারে ম্লান হয়ে পড়ে। তাই নিত্য দিনের ত্বকের পরিচর্যায় অবশ্যই ফেস ক্লেনজার ব্যবহার করুন। এমন ক্লেনজার বাছুন যা ত্বকের গভীরে গিয়ে পরিষ্কার করে।
টোনার
অনেকেই টোনারের ব্যবহার এড়িয়ে যান। কিন্তু ত্বক ভাল রাখতে টোনার খুবই গুরুত্বপূর্ণ। টোনার ত্বক টানটান রাখে এবং এটা ত্বকের টেক্সচার ভাল রাখে।
ময়শ্চারাইজার
ত্বকের নিজস্ব আর্দ্রতা বজায় রাখতে প্রত্যেকদিন অন্তত একবার ময়শ্চারাইজার অবশ্যই লাগান।
এসপিএফ (সান প্রোটেকশন ফ্যাক্টর)
সূর্যের অতিবেগুনি রশ্মির থেকে ত্বকের রক্ষা করতে কোনও মতেই সানস্ক্রিন ভুললে চলবে না।
আন্ডার আই ক্রিম
ক্লান্তি, স্ট্রেস কিংবা সান ট্যান একাধিক কারণে চোখের নিচে ফোলাভাব, চামড়া কুঁচকে যাওয়া কিংবা ডার্ক সার্কেলের মতো সমস্যা সৃষ্টি হয়। এর ফলে নষ্ট হয় মুখের সৌন্দর্য। তাই এক্ষেত্রে নিয়মিত আন্ডার আই ক্রিম ব্যবহার করুন।
ফেস অয়েল
যাদের ত্বক শুষ্ক তারা ত্বকের পরিচর্যায় ফেস অয়েল লাগাতে পারেন। এর ফলে ত্বকের নিজস্ব আর্দ্রতা থাকে এবং ত্বকের ঔজ্জ্বল্য বজায় থাকে।
ফেস মিস্ট
নিত্যদিনের কাজের ব্যস্ততায় যারা ধাপে ধাপে ত্বকের পরিচর্যার করতে পারেন না তাদের জন্য ফেস মিস্ট দারুন কাজের। দিনে অন্তত ২ বার ফেস মিস্ট ব্যবহার করতে হবে। এই ফেস মিস্টের নিয়মিত ব্যবহারে ত্বক ভাল থাকে, ত্বকের নিজস্ব আর্দ্রতা বজায় থাকে। এর ফলে ত্বক উজ্জ্বল দেখায়।
ফেস স্ক্রাব
বাড়িতে তৈরি প্রাকৃতিক উপকরণ দিয়ে ফেস ক্রাব করতে পারলে খুবই ভাল । তবে ঘরোয়া উপায়ে ফেস স্ক্রাব তৈরি করার সময় না থাকলে আপনার ত্বকের ধরন অনুযায়ী বাজার থেকে পছন্দের ব্র্যান্ডের স্ক্রাব কিনে ব্যবহার করতে পারেন।
মেকআপ রিমুভার
মেকআপ করতে ভালবাসেন? তা হলে অবশ্যই মেকআপ রিমুভার সঙ্গে রাখুন।
লিপ বাম
লিপ বাম সব সময় সঙ্গে রাখুন, রোদে পুড়ে কিংবা শুষ্ক হাওয়ায় ঠোঁট অল্পেই ফেটে যায়। তাই নিয়মিত ঠোঁটের যত্ন নিতে ভুলবেন না।