কেমন হবে এই নতুন সপ্তাহ। প্রেম, চাকরি, বিয়ে, স্বাস্থ্য, আর্থিক স্বচ্ছলতা কেমন থাকবে? কোথাও কোনও জটিলতার ইঙ্গিত রয়েছে কী? সপ্তাহ জুড়ে থাকবে চূড়ান্ত ব্যস্ততা? নাকি সপ্তাহন্তে পরিবারের সঙ্গে সুখে আনন্দে কাটবে সময়। কেমন থাকবে স্বাস্থ্য? সম্পর্কের সমীকরণ কেমন থাকবে, সম্প্রর্কের ভুল বোঝাবুঝি মিটে কাছে আসবে কী ভালবাসার মানুষ? নতুন সপ্তাহে গ্রহ নক্ষত্রের অবস্থানের বদল ঠিক কতটা প্রভাব ফেলবে আপনার রাশিফলে জেনে নিন-
মকর রাশি (ডিসেম্বর২২- জানুয়ারি১৯)
Capricorn (December 22-January 19)
নতুন সপ্তাহে মকর রাশির জাতকদের মধ্যে এক নতুন স্ফুর্তি কাজ করবে। শরীর ও মন চনমনে থাকবে এবং কাজে মন বসবে ভাল। জরুরি কাজে আত্মীয়দের সাহায্য পাবেন। যশ ও প্রতিপত্তি বাড়বে। ভাল উপার্জন হবে এবং কাজে গতি আসবে। তবে অতিরিক্ত ব্যয় আপনার চিন্তা বাড়াতে পারে।
কেমন হবে সপ্তাহের দিনগুলি: সপ্তাহের শুরুটা ভাল হলেও বৃহস্পতিবার ও শুক্রবার দুশ্চিন্তা থাকবে। তবে শনিবার পরিস্থিতির উন্নতি হবে লাভের মুখ দেখবেন।
চাকরি ও ব্যবসা: চাকরি ও ব্যবসার ক্ষেত্রে সময়টা বেশ ভাল। ব্যবসায় লাভের মুখ দেখবেন এবং চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে।
শিক্ষা: শিক্ষার জন্য সময়টা শুভ। তবে অধ্যাবসায়ের অভাব থাকলে আশানুরূপ ফল পাবেন না।
স্বাস্থ্য: নতুন সপ্তাহে স্বাস্থ্য ভাল থাকবে। তবে মানসিক চাপ থাকবে প্রবল। এর ফলে নিত্য জীবনযাপনে সমস্যা তৈরি হতে পারে।
প্রেম: প্রেম ও সম্পর্ক নিয়ে এবার মুখ খোলার সময় এবার মকর রাশির জাতকদের। বিশেষ বন্ধুকে নিয়ে কি ভাবছেন এবার তাঁকে জানানোর প্রয়োজন। আবেগকে নিজের মনের ভেতর আটকে না রেখে পছন্দের মানুষের কাছে মনের কথা জানান। সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিবাহিতদের ক্ষেত্রেও বিষয়টি এক, জীবনসঙ্গীকে মনের কথা খুলে বলুন সম্পর্ক আরও দৃঢ় হবে।