কেমন হবে এই নতুন সপ্তাহ। প্রেম, চাকরি, বিয়ে, স্বাস্থ্য, আর্থিক স্বচ্ছলতা কেমন থাকবে? কোথাও কোনও জটিলতার ইঙ্গিত রয়েছে কী? সপ্তাহ জুড়ে থাকবে চূড়ান্ত ব্যস্ততা? নাকি সপ্তাহন্তে পরিবারের সঙ্গে সুখে আনন্দে কাটবে সময়। কেমন থাকবে স্বাস্থ্য? সম্পর্কের সমীকরণ কেমন থাকবে, সম্প্রর্কের ভুল বোঝাবুঝি মিটে কাছে আসবে কী ভালবাসার মানুষ? নতুন সপ্তাহে (১৮ জুলাই থেকে ২৪ জুলাই) গ্রহ নক্ষত্রের অবস্থানের বদল ঠিক কতটা প্রভাব ফেলবে আপনার রাশিফলে জেনে নিন-
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১)
Scorpio (October 23 – November 21)
নতুন সপ্তাহে বৃশ্চিক রাশির জাতকদের মনের জোর হবে দেখার মতো তবে রাশিতে চন্দ্রের অবস্থান দুর্বল থাকায় অর্থ উপার্জনে প্রভাব পড়বে। আয় কম হবে এর ফলে ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তায় ভুগবেন। আয়ের ঘাটতি থাকায় খরচেও কাটছাঁট করতে বাধ্য হবেন। শুরুটা ভাল না হলেও সপ্তাহের মাঝামাঝি ভাল খবর সার্বিক ভাবে পরিস্থিতির বদল ঘটাতে সক্ষম হবে। দুশ্চিন্তার অবসান হবে। সম্পত্তি কেনার ইচ্ছে হবে। সন্তানের সাহায্য পাবেন।
কেমন হবে সপ্তাহের দিনগুলি– সপ্তাহের শুরুটা তেমন ভাল না হলেও বু্ধবার থেকে পরিস্থিতির উন্নতি হবে। আয়ে বৃদ্ধি হবে এবং মনে প্রশান্তি আসবে। এরপর একেবারে সপ্তাহন্তে, শনিবার বিকেল থেকে সময় খুবই ভাল কাটবে।
চাকরি ও ব্যবসা– চাকরি ও ব্যবসার জন্য নতুন সপ্তাহ মিশ্র থাকবে। শুরুর দিকে ব্যবসা ও চাকরিতে সমস্যা তৈরি হবে এবং চূড়ান্ত ব্যস্ততা থাকবে। তবে সপ্তাহের মাঝামাঝি পরিস্থিতির বদল ঘটবে। দু’ক্ষেত্রেই ভাল সময় আসবে।
শিক্ষা– ভাল ফল পেতে গেলে পড়াশোনার জন্য বাড়তি পরিশ্রম হতে পারে। নতুন কোনও প্রোজেক্টে কাজ করার সময় আগে থেকে পুরো বিষয়টা শিক্ষকের কাছ থেকে বুঝে নেওয়া ভাব না হলে পণ্ডশ্রম হতে পারে।
স্বাস্থ্য– অতিরিক্ত পরিশ্রমের কারণে সপ্তাহজুড়ে ক্লান্তিভাব থাকবে। পর্যাপ্ত ঘুমের অভাব শরীর দুর্বল করে তুলতে পারে।
প্রেম-সম্পর্ক ক্ষণস্থায়ী হোক কিংবা দীর্ঘস্থায়ী বৃশ্চিক রাশির জাতকদের ক্ষেত্রে প্রেমের জন্য সময়টা দুর্দান্ত। নিখাদ প্রেমে মজে থাকতে পারবেন। সম্পর্কের হাতছানি থাকবে প্রচুর, আপনি কোনও একটা বাছবেন না একাধিক বাছবেন তা সম্পূর্ণ নির্ভর করবে আপনার ওপর। বিবাহিতদের দাম্পত্য জীবনে সুখের হবে একে অপরের সংস্পর্শে ভাল সময় কাটবে।