মেকআপে সদ্য হাতেখড়ি? হাত পাকাতে ভীষণ কাজের মেকআপের এই খুঁটিনাটি। নিখুঁত মেকআপ করা ও মেকআপ দীর্ঘস্থায়ী রাখতে দারুণ কাজের এই সব মেকআপ টিপস। এগুলো মেনে চললে অনায়াসে বাড়িতেই ফুটিয়ে তুলতে পারবেন পছন্দের মেকআপ লুক।
ফেসওয়াশ
মেকাআপের আগে মুখ মাইল্ড ফেসওয়াশ দিয়ে কিংবা ইষদুষ্ণ জল দিয়ে ধুয়ে নিন। এরপর অন্তত ৫ থেকে ১০ মিনিট পর্যন্ত মুখে বরফ ডলে নিন। ঠাণ্ডায় সমস্যা হলে বরফ সরাসরি মুখে না লাগিয়ে সুতির কাপড়ে মুড়ে মুখে ডলে নিন।
ময়শ্চারাইজার লাগিয়ে নিন
মেকাআপের আগে মুখে অয়েল ফ্রি ময়শ্চারাইজার লাগিয়ে নিয়ে মুখে ভাল করে মাসাজ করে নিন।
ফাউনডেশন লাগিয়ে নিন
এবার প্রথমে মাথায়, নাকে, থুতনি এবং গালে ফাউনডেশন লাগিয়ে নিন। এর জন্য ফাউনডেশনের কয়েক ফোঁটা আঙুলে নিয়ে মুখে ডটের মতো লাগিয়ে নিন। এবার এই সব ডটগুলো ব্লেন্ডার স্পঞ্জ দিয়ে থুপেথুপে ত্বকের সঙ্গে ভাল করে মিশিয়ে নিন।
চোখেও ফাউনডেশন দিন
অ্যাইশ্যাডো ব্যবহারের আগে ফাউনডেশন লাগিয়ে ব্লেন্ডার স্পঞ্জ দিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন।
কনসিলার লাগিয়ে নিন
ফাউনডেশন লাগানোর পরেও যদি মুখের দাগ ছোপ প্রকট হয়ে থাকে তা হলে সেগুলো ঢাকতে কনসিলার দিয়ে ঢেকে নিন। কনসিলার লাগিয়ে নিয়ে আলতো আঙুল দিয়ে থুপে থুপে লাগিয়ে নিন যাতে কনসিলার ভাল ভাবে ত্বকের সঙ্গে মিশে যায়।
ব্রাশ দিয়ে কলসিলার ও ফাউনডেশন সেট করুন
চোখের আশেপাশে যাতে কনসিলার ও ফাউনডেশন জমে থাকে না তার জন্য একটা ছোট ব্রাশ লুজ পাউডারে ডিপ করে হালকা করে ডাস্ট করে নিন।
স্টিক ফাউনডেশন সঙ্গে রাখুন
বাড়ির বাইরে গেলে সঙ্গে স্টিক ফাউনডেশন রাখুন। প্রয়োজন মতো ফ্রেশ লুক পেতে মাঝে মধ্যেই স্টিক ফাউনডেশন দিয়ে টাচআপ করে নিন।
ডার্ক সার্কেল ঢাকুন এ ভাবে
চোখের নিচের কালি ঢাকতে ডার্ক সার্কেলের ওপর লাইট শেড ফাউনডেশন ক্রিম চোখের ডার্ক এরিয়াতে লাগিয়ে নিন এবং ভালভাবে ব্লেন্ড করে নিন।
চোখের মেকআপ
তাড়াহুড়োতে মেকআপ করতে হলে চোখের মেকআপের জন্য ব্যবহার করুন ব্রাউন আইশ্যাডোর ডার্ক শেড। এটা চোখের উপরে লাগিয়ে ব্রাশ দিয়ে স্মাজ করে নিন। এরপর গাঢ় করে মাস্কারা লাগান এবং চোখে কাজল পরে নিন। ব্লাশার লাগিয়ে নিন। লিপস্টিকের শেডের সঙ্গে মানানসই ব্লাশার ব্যবহার করুন। ব্লাশার দিয়ে চিক বোন বা চোয়ালের হাড় হাইলাইট করে নিন। চোয়ালের হাড় থেকে শুরু করে কান পর্যন্ত নিয়ে যেতে যেতে ত্বকের সঙ্গে মিশিয়ে নিন।
লিপস্টিক ও আই মেকআপ
চোখের মেকআপ ফুটিয়ে তুলতে চাইলে লিপ মেকআপ হালকা রাখতে হবে। আর যদি চোখের মেকআপ হালকা থাকে তা হলে ঠোঁটের রং গাঢ় রং লাগাতে পারেন।
লিপ মেকআপ
যদি আপনার ঠোঁট পাতলা হয় তা হলে লিপলাইনার খানিকটা ঠোঁটের বাইরে লাগিয়ে নিন। আর যদি ঠোঁট মোটা হয় তা হলে ঠোঁটের ভেতরের দিকে লিপলাইনার লাগিয়ে নিন। এরপর লিপস্টিক লাগিয়ে নিন।