শ্রীনগর: গ্রামে লুকিয়ে আছে দুই জঙ্গি৷ টের পেয়ে যান গ্রামবাসীরা৷ কিন্তু মুখ বুজে না থেকে সোজা থানায় ফোন করেন তাঁরা৷ এদিকে গ্রামবাসীদের থেকে খবর পেয়ে সটান গ্রামে হাজির হয় পুলিস৷ দুই জঙ্গিকে গ্রেফতার করে তারা৷ উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্র৷ গ্রামবাসীদের সাহসিকতায় মুগ্ধ উপরাজ্যপাল মনোজ সিনহা এবং জম্মু পুলিসের ডিজিপি তাদের জন্য ইনাম ঘোষণা করেন৷ উপরাজ্যপালের তরফে গ্রামবাসীদের পাঁচ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়৷ জম্মু পুলিসের ডিজিপি জানান, জঙ্গিদের গ্রেফতারে পুলিসকে মদত করার ইনাম হিসেবে গ্রামকে ২ লক্ষ টাকা দেওয়া হবে৷
পুলিসের ঘোষণায় স্বভাবতই খুশি গ্রামের মানুষ৷ পুলিস জানিয়েছে, রিয়াসি জেলার তুস্কান গ্রামে লুকিয়ে ছিল দুই জঙ্গি৷ গ্রামবাসীদের হাতে তারা ধরা পড়ে যায়৷ ধৃতরা হল ফয়জল আহমেদ ধর এবং তালিব হুসেন৷ দু’জনেই লস্করের সদস্য৷ ধৃতদের কাছ থেকে দুটো একে সিরিজের রাইফেল, সাতটি গ্রেনেড এবং পিস্তল পাওয়া গিয়েছে৷ গ্রামবাসীরা না জানালে ফয়জল এবং তালিবকে এত দ্রুত এবং সহজে গ্রেফতার করা সম্ভব হত না বলে জানিয়েছে পুলিস৷ তাই তাদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নেন জম্মু পুলিসের ডিজিপি৷ এই গ্রামকে পুরস্কৃত করার আরও একটি কারণ রয়েছে৷ পুলিস মনে করছে, এই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে আশেপাশের গ্রামগুলিও জঙ্গিদের সম্পর্কে খোঁজখবর দিয়ে পুলিসকে সাহায্য করবে৷
J&K Lt Governor Manoj Sinha announces a reward of Rs 5 Lakhs for the brave villagers who apprehended 2 terrorists of LeT in Tuksan village, Reasi district: J&K Police
(File photo) pic.twitter.com/HFBoknaTJH
— ANI (@ANI) July 3, 2022