ভবিষ্যৎ সম্পর্কে জানা সম্ভব নয়,তবে গ্রহ নক্ষত্রের অবস্থানের বদল কতটা প্রভাব ফেলতে পারে রাশিফলে তার একটা আভাস পাওয়া যায়। নতুন সপ্তাহে প্রেম, চাকরি, বিয়ে, স্বাস্থ্য, আর্থিক স্বচ্ছলতা কেমন থাকবে? কেমন হবে সম্পর্কের সমীকরণ, ভুল বোঝাবুঝি মিটে কাছে আসবে কী ভালবাসার মানুষ? জেনে নিন কী বলছে নতুন সপ্তাহে (৪ঠা জুলাই থেকে ১০ই জুলাই) আপানার রাশিফলে গ্রহ নক্ষত্রের অবস্থান-
সিংহ রাশি (জুলাই ২৪- আগস্ট ২৩)
Leo (July 24- August 23)
নতুন সপ্তাহে সিংহ রাশির প্রথম স্থানে থাকবে চন্দ্র। সময়টা বেশ ভালই কাটবে এবং অন্যদের সাহায্য করার সুযোগ পাবেন। প্রতিবেশীদের সঙ্গে বিবাদ-বিতর্কের সম্ভাবনাও রয়েছে। তবে সম্পত্তি লাভের যোগ রয়েছে।
কেমন হবে সপ্তাহের দিনগুলি- সপ্তাহের শুরুটা মিশ্র থাকলেও সপ্তাহের মাঝামাঝি বৃহস্পতিবার থেকে সময়টা ভাল হবে এবং সম্পত্তি লাভের যোগ রয়েছে।
চাকরি ও ব্যবসা- চাকরি ও ব্যবসার জন্য সময়টা বেশ শুভ। ব্যবসায় নতুন এবং লাভজনক একাধিক প্রস্তাব পাবেন। এদিকে চাকরিতে পরিস্থিতি অনুকুল থাকবে। চাকরির নিশ্চয়তা বাড়বে।
শিক্ষা- শিক্ষার ক্ষেত্রে সময়টা ভালই কাটবে। শিক্ষককের সাহায্যে পড়াশোনা ভাল হবে। পড়াশোনা খুব ভালভাবেই চলবে।
স্বাস্থ্য- স্বাস্থ্যে বড়সড় তেমন কোনও সমস্যা না হলেও চোখে এবং পায়ের পাতার জ্বালা ভাব ভোগাবে। এছাড়া বাড়তে পারে মানসিক চিন্তা।
প্রেম-প্রেমের জন্য সময়টা বেশ ভাল। নতুন সঙ্গী প্রাপ্তির যোগ রয়েছে। নতুন সম্পর্ক তৈরি হবে। বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে।
কী করবেন- শরীর সুস্থ রাখতে ও সাময়িক বাধা বিপত্তি কাটাতে অন্তত ১০ বার হনুমাস চালিসার পাঠ করুন।
আরও পড়ুন: