কলকাতা টিভি ওয়েব ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষা শেষে বৃহস্পতিবার থেকে শুরু হল বার্ষিক অমরনাথ যাত্রা। এদিন চন্দনওয়ারি এবং বালতাল বেস ক্যাম্প থেকে অমরনাথের উদ্দেশ্যে রওনা দেয় তীর্থযাত্রীদের প্রথম দল। এই বছর রেকর্ড সংখ্যক যাত্রী হতে পারে বলে আশা করা হচ্ছে। ৩০ জুন থেকে ৪৩-দিন ব্যাপী চলবে বার্ষিক অমরনাথ যাত্রা। শেষ হবে আগামী ১১ অগস্ট। করোনা অতিমারির জন্য বিগত দু’বছর বন্ধ ছিল অমরনাথ যাত্রা। তাই এবারের অমরনাথ যাত্রাকে ঘিরে তীর্থযাত্রীদের মধ্যে উৎসাহ ও উন্মাদনা তুঙ্গে।
অমরনাথ যাত্রা শুরু হওয়ার প্রাক্কালে বুধবার ভোরে তীর্থযাত্রীদের প্রথম ব্যাচকে পতাকা নেড়ে অমরনাথের উদ্দেশে রওনা হওয়ার নির্দেশ দেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। গতকাল ভোরে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভগবতী নগর-বেস ক্যাম্প থেকে অমরনাথের উদ্দেশে রওনা হন তীর্থযাত্রীরা। তীর্থযাত্রীদের জন্য শান্তি, সমৃদ্ধি এবং নিরাপদ আধ্যাত্মিক যাত্রার প্রার্থনা করেছেন উপ-রাজ্যপাল মনোজ সিনহা।
আরও পড়ুন Hul Diwas: হুল দিবসে সব পরীক্ষা স্থগিত, নির্দেশিকা জারি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের
তীর্থযাত্রীদের জন্য নিরাপত্তা ইতিমধ্যেই জোরদার করা হয়েছে। জম্মু ও কাশ্মীর জুড়ে যানবাহন তল্লাশি করা হয়েছে। জম্মুর বেস ক্যাম্পে একটি অ্যান্টি-ড্রোন সিস্টেম বসানো হয়েছে। তীর্থযাত্রীদের যাত্রাপথে বিল্ডিংয়ের ওপরে স্নাইপার মোতায়েন করেছেন।
J&K | We are happy to have made it to the yatra this year which was delayed due to the pandemic; eagerly waiting to offer prayers to Baba Bholenath, says a pilgrim pic.twitter.com/oBbmb8CTwB
— ANI (@ANI) June 30, 2022
দুর্গম পথ ও প্রতিকূল আবহাওয়ার কারণে প্রতিবছর অমর অমরনাথ যাত্রায় বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। সেকারণে ইতিমধ্যেই সেখানে তিনটি চিকিৎসক দল পাঠিয়ে দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। এক একটি দলে হৃদরোগ, অস্থিরোগের মতো ৬ টি বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসক সহ মোট ২৬ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন। জম্মু কাশ্মীর সরকারের সহায়তায় চিকিৎসক দলগুলি ইতিমধ্যেই সেখানে শিবির করে পরিষেবা দেওয়ার কাজ শুরু করেছে।
আরও পড়ুন Uddhav Thackeray: রাজ্যপালের কাছে ইস্তফাপত্র উদ্ধবের, নয়া সরকার গঠনের তোড়জোড় শুরু বিজেপির