কলকাতা: কয়লা কাণ্ডে সিবিআইয়ের প্রধান তদন্তকারী অফিসারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে আগেই। সেই এফআইয়ের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিল সিবিআই। বুধবার আদালত সিবিআইয়ের আবেদন মঞ্জুর করল। ওই এফআইআরের উপর ছ’সপ্তাহের জন্য স্থগিতাদেশের নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরীর।
ডায়মন্ড হারবারের বিষ্ণুপুর থানায় সিবিআইয়ের তদন্তকারী অফিসার উমেশ কুমার এবং অন্যান্য অফিসারের বিরুদ্ধে এফআইআর করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এক তৃণমূল কর্মী। তাঁর অভিযোগ, সিবিআই অফিসাররা তাঁকে জোর করে বয়ান লিখতে বাধ্য করেন। এই অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হয়। তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যায় সিবিআই। এই স্থগিতাদেশের ফলে সিবিআই আপাতত স্বস্তি পেল।
আরও পড়ুন: Bihar AIMIM: বিহারে জোর ধাক্কা আসাদুদ্দিনের, চার মিম বিধায়ক আরজেডিতে