চোখের ভুরু ঘন হলে চোখ যেমন উজ্জ্বল দেখায় তেমন আবার মুখমণ্ডল হয়ে ওঠে আরও আকর্ষণীয়। তাই যাদের পাতলা ভুরু তারা অনেকেই মেকাআপের সাহায্যে ভুরু ঘন করে নেয় ঠিকই। তবে তা ক্ষণস্থায়ী। যাদের চোখের ভুরু পাতলা কিংবা ভুরুর মাঝের লোম উঠে যাওয়ার সমস্যা রয়ছে। তারা বরং ভুরু ঘন করতে কাজে লাগাতে পারেন এই সব ঘরোয়া টোটকা। এতে কাজও ভাল হবে ভুরুর স্বাস্থ্য ভাল হবে। যেমন-
কাঁচা দুধ
দিনে কম করে অন্তত এক বার তুলোর সাহায্যে কাঁচা দুধ চোখের ভুরুতে লাগিয়ে নিন। এটা নিয়মিত করলে চোখের ভুরু কালো ও ঘন হবে।
মেথি
মেথির দানা এক কাপ জলে আগের দিন রাতে ভিজিয়ে দিন। এবার সকালে এই মেথি মিহি করে পিষে ভুরুতে লাগিয়ে নিন। এটা অন্তত ১০ মিনিট পর্যন্ত ভুরুতে লাগিয়ে রাখুন। এটা নিয়মিত করলে ভুরু কালো ও ঘন হয়ে যাবে।
অ্যালোভেরা জেল
শুধু উজ্জ্বল ত্বকের জন্যেই নয়। চোখের ভুরু ঘন করতেও ভীষণ কাজের অ্যালোভেরা জেল। নিয়মিত অ্যালোভেরা জেল ভুরুতে লাগালে চোখের ভুরু ঘন হয়।
অলিভ অয়েল
রাতের ঘুমোতে যাওয়ার আগে ভুরুতে অলিভ অয়েল লাগিয়ে আলতো হাতে ৫ থেকে ১০ মিনিট পর্যন্ত মালিশ করুন। ভাল ফল পাবেন। পনেরো দিনের মধ্যেই পার্থক্যটা বুঝতে পারবেন।
আমন্ড অয়েল
অলিভ অয়েল বেশ ঘন হয় তাই যাদের ত্বক তৈলাক্ত কিংবা ব্রন প্রবণ তারা চাইলে রাতে ঘুমোতে যাওয়ার আগে আমন্ড অয়েল লাগাতে পারেন। এই তেল লাগিয়ে আলতো হাতে কিছুক্ষণ মালিশ করুন। নিয়মিত ব্যবহারে ভাল ফল পাবেন। একই ভাবে ব্যবহার করতে পারেন নারকেল তেল।
ভেজলিন
ত্বকের আর্দ্রতা জোগানোর পাশাপাশি ভেজলিন চোখের ভুরু কালো ও ঘন করে। তাই ভুরুতে নিয়মিত ভেজলিন লাগিয়ে মাসাজ করলে ভাল ফল পাবেন।
পেঁয়াজের রস
পেঁয়াজের রস চুলের গ্রোথের জন্য খুবই উপকারী। তাই রোজ স্নানের আগে ভুরুতে পেঁয়াজের রস লাগিয়ে রাখুন অন্তত ১০ থেকে ২০ মিনিট। তারপর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে নিন। তবে চোখ সামলে। পেঁয়াজের রসের নিয়মিত ব্যবহারে চোখের ভুরু কালো ও ঘন হয়ে উঠবে।