বসিরহাট: বসিরহাটে পুলিসের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার ৩ তৃণমূল নেতা-কর্মী। আদালতের সমন পেয়ে হাজিরা না দেওয়ায় মিনাখাঁয় এক অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়েছিল পুলিস। গ্রামে যাওয়ার পর স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা বাধা দেয় পুলিসকে। শুরু হয় বাগ-বিতণ্ডা। তারপরই তাদের গ্রেফতার করে পুলিস।
স্থানীয়রা জানান, মিনাখাঁ গ্রামের বাসিন্দা সাইফুদ্দিন মোল্লা কয়েকদিন আগে মারামারির অপরাধে আদালতের সমন পায়। কিন্তু নানা অছিলায় বারবার হাজিরা এড়াচ্ছিল সে। সেই অভিযোগে তাকে গ্রেফতার করতে যায় মিনাখাঁ থানার পুলিস। অভিযুক্তের গ্রামে যাওয়ার পরই পুলিসকে বাধা দেয় স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা। বাধা দিলে ঝামেলার সৃষ্টি হয়। সেই অভিযোগে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আশরাফুল ইসলাম লস্কর, চাঁপালি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হামিদ আলি মোল্লা এবং তৃণমূল কর্মী আমিরুল মোল্লাকে গ্রেফতার করে পুলিস।
আরও পড়ুন: Rujira Banerjee: সিজিও কমপ্লেক্সে রুজিরা বন্দ্যোপাধ্যায়
বসিরহাট মহকুমায় তোলা হয়েছে ধৃতদের। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি এবং তৃণমূল কর্মীকে পাঁচ দিনের পুলিসি হেফাজত এবং উপপ্রধানকে জেল হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিস।