প্রচণ্ড গরমের কড়া রোদে পুড়েছে ত্বক? বাজারের ফেয়ারনেস ক্রিম বা ব্লিচের পথে না হেঁটে বরং কাজে লাগান ঘরোয়া টোটকা। মলিন ত্বকের হারানো সৌন্দর্য ফিরে পেতে ব্লুবেরি দিয়ে করুন ত্বকের পরিচর্যা। ব্লুবেরিতে রয়েছে ভিটামিন কে(Vitamin K), আয়রন(iron), ফসফরাস(phosphorous), ক্যালসিয়াম(calcium), ম্যাগনেসিয়াম(magnesium), ম্যাঙ্গানিজের(manganese) মতো উপাদানে ভরপুর। তাই ত্বকে পুষ্টি জোগাতে ব্লুবেরি ত্বকের জন্য বেশ উপকারী।
ব্লুবেরি, দই ও মধুর তৈরি প্যাক
রুক্ষ ত্বক খুবই নরম ও মসৃণ হয়ে করে তুলতে এই প্যাক দারুন কাজের।
কীভাবে বানাবেন ফেস প্যাক
অ্যান্টি এজিং মাস্ক
কীভাবে বানাবেন ফেস প্যাক
(ছবি সৌ: Unsplash)