নিত্যদিনের ব্যস্ততা, আবহাওয়া তারতম্য কিংবা হরমোনের পরিবর্তন এই সব কারণে ব্রণ থেকে শুরু করে দাগছোপ, চামড়ার কুঁচকে যাওয়া সহ ত্বকের একাধিক সমস্যা সৃষ্টি হয়। আর এই সব সমস্যা থেকে রেহাই পেতে বাজার থেকে কেনা কড়া রাসায়নিক যুক্ত প্রোডাক্টের থেকে ভাল বরং প্রাকৃতিক উপকরণ দিয়ে এর প্রতিকার করা। এই সব সমস্যায় বেশ কার্যকরী এই সব ঘরোয়া টোটকা-
বেকিং সোডা
একটি পাত্রে ২ টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে জল মিশিয়ে গাঢ় মিশ্রণ তৈরি করে নিন। এবার এই মিশ্রণের ফেসিয়াল মাস্কের মতো পুরো মুখে লাগিয়ে নিন। এই মিশ্রণ ২০ মিনিট পর্যন্ত মুখে লাগিয়ে নিয়ে হালকা ইষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন।
ওটমিল প্যাক
একটি পাত্রে ২ চা চামচ ওটমিলের সঙ্গে জল মিশিয়ে গাঢ় একটি মিশ্রণ বানিয়ে নিন। এবার এই মিশ্রণ মুখে মেখে নিন। মিশ্রণ শুকিয়ে গেলে কিংবা ১৫ মিনিট রেখে মুখ ধুয়ে নিন। সপ্তাহে অন্তত ৩ থেকে ৪ বার এই প্যাক ব্যবহার করুন। ভাল ফল পাবেন।
টোম্যাটোর প্যাক
একটি পাত্রে টোম্যাটোর পাল্প বার করে নিন এবার এতে শশার রস মেশান। মুখে এই মিশ্রণ লাগিয়ে অন্তত ১৫ মিনিট পর্যন্ত রাখুন। এই প্যাক নিয়মিত ব্যবহার করতে পারেন।
মধু ও দারুচিনি
ব্রণর দাগছোপ পরিষ্কার করতে দারুচিনির গুঁড়োর সঙ্গে মধু মিশিয়ে মুখে লাগান। এটা একদিকে যেমন দাগছোপ দূর করতে তেমন আবার ত্বক উজ্জ্বল করে তুলবে।
হলুদ ও অ্যালোভেরার প্যাক
হলুদ ও অ্যালোভেরার জেল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এবার এই পেস্ট মুখে মেখে নিন। এর ফলে ত্বকে জমে থাকা ধুলো ময়লা পরিষ্কার হবে এবং ব্রণ থাকলে জ্বালা কমে আরাম হবে।
নীম প্যাক
ব্রণ কম করতে নীমের পাতা বেটে পেস্ট বানিয়ে নিন। এবার এই মিশ্রণে গোলাপ জল মিশিয়ে মুখে মেখে নিন। পেস্ট শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন।
(ছবি সৌ: Pixabay)