Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ |
K:T:V Clock
BEN vs MP: চাপ বাড়ছে বাংলার উপর, এখনই ২১৫ রানে পিছিয়ে
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: দীপঙ্কর গুহ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২, ০৭:৩৭:৫৮ পিএম
  • / ২৩৩ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: দীপঙ্কর গুহ

রনজি সেমিফাইনালের তৃতীয়দিনের শেষে বাংলার উপর চাপ আরও বেড়েই রইল। বাংলার চেয়ে ম্যাচে এখন মধ্যপ্রদেশ ২১৫ রানে এগিয়ে। হাতে আরও ৮ উইকেট রয়েছে। আরও দুটি দিন খেলার বাকি।

ফাইনালে খেলতে হলে বাংলার দুটি রাস্তা খোলা ছিল। এক-প্রথম ইনিংসে মধ্যপ্রদেশের রান টপকে যাওয়া। এতে ম্যাচের সরাসরি নিস্পত্তি না হলে, প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ফাইনালে খেলার সুযোগ পেয়ে যেত। আর দুই – সরাসরি ম্যাচ জিতে নেওয়া। এখন ম্যাচে প্রাথমিকভাবে এগিয়ে মধ্যপ্রদেশ।
দিনের খেলা যখন শেষ হল, মধ্যপদেশের দ্বিতীয় ইনিংস শুরু হয়ে গেছে। তাতে ২ উইকেটে মিলেছে ১৪৭ রান। আর প্রথম ইনিংসের দৌড়ে তারা এগিয়ে ৬৮ রানে। সব মিলিয়ে ২০০ রানের বেশি ব্যবধান হবে গেছে।

যে দুই ব্যাটারের উপর ভরসা করেছিল বাংলা – সেই মনোজ তিওয়ারি আর শেহবাজ আহমেদ সেঞ্চুরি ঠিকই করেছেন। কিন্তু আরও লম্বা খেলতে পারেননি।
দ্বিতীয় দিনের শেষে মনোজ ৮৪ রানে অপরাজিত ছিলেন। বৃহস্পতিবার সকালে সেঞ্চুরি পেয়েও যান। প্রথম শ্রেণীর ক্রিকেটে এটি তাঁর ২৯তম শতরান। একশো করার সঙ্গে সঙ্গে ট্রাইজারের পকেট থেকে একটি চিরকুট বার করেন মনোজ। স্ত্রী সুস্মিতা এবং পুত্র যুভানের উদ্দেশে ভালবাসার বার্তা লিখে নিয়ে এসেছিলেন।সেটা দুহাতে তুলে ধরতেই তা টিভি ক্যামেরায় দেখানো হয়। মনোজ কি আবেগে মনসংযোগে ব্যাঘাত ঘটিয়ে বসেন?

ম্যাচের দ্বিতীয়দিন মাত্র ৫৪ রানে ৫ উইকেট হারিয়েছিল বাংলা। সেখান থেকে দলের হাল ধরে ছিলেন মনোজ-শাহবাজ। ষষ্ঠ উইকেটে ১৮৩ রান যোগ করেন দু’জন। সেঞ্চুরি করেন শাহবাজও। রনজি ট্রফিতে এটাই তাঁর প্রথম সেঞ্চুরি। ২১১ বলে ১০২ রান করে আউট হন মনোজ।যে সুইপ শট খেলতে গিয়ে আউট হন, তা তাঁর ব্যাটের উল্টো পিঠে লেগেছিল। এভাবে আউট হয়ে হতাশ মনোজ ফেরেন।

তিনি ফিরতেই আবার বাংলা শিবিরে শুরু হয় টালমাটাল। একই ওভারে শূন্য রানে ফিরে যান সায়ন শেখর মণ্ডল। মাত্র ৩ রানে ফিরে যান প্রদীপ্ত প্রামাণিকও। একপ্রান্তে লড়াই চালিয়ে যাচ্ছিলেন শাহবাজ। ২০৯ বলে ১১৬ করে বাংলার অলরাউন্ডারটিও আউট হতেই আর ৫ রানের মধ্যে শেষ হয়ে যায় বাংলার ইনিংস। ২৭৩ রানে শেষ হয় বাংলা। প্রথম ইনিংসের দৌড়ে ৬৮ রানে পিছিয়ে পড়ে বাংলা।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫০ রানে ২ উইকেট হারায় মধ্যপ্রদেশ। ১২ রানে আউট হন যশ দুবে। শুরুটা ভাল করেও ২১ রানে ফিরে যান প্রথম ইনিংসে সেঞ্চুরি করা হিমাংশু মন্ত্রী। উইকেট দুটি পান মুকেশ কুমার এবং প্রদীপ্ত প্রামাণিক।
মধ্যপ্রদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে ৬৩ রান করে অপরাজিত রয়েছেন রজত পতিদার। ৩৪ রানে ব্যাট করছেন অধিনায়ক আদিত্য শ্রীবাস্তব। ২২ রান করে হাতে চোট পেয়ে মাঠ ছেড়েছেন শুভম শর্মা। তিনি পুনরায় ব্যাট করতে নামতে আরবেন।

মনোজ আর শাহবাজের জোড়া সেঞ্চুরি করে বাংলা ২৭৩ রান তোলে। স্কোর বোর্ডে দুই অঙ্কের ঘরে পৌঁছতে পেরেছেন আর মাত্র একজন ব্যাটার। চতুর্থ ইনিংসে ব্যাট করতে হবে বাংলাকে। মধ্যপ্রদেশের স্পিনার – পেসারদের বাংলার ব্যাটসম্যানরা কিভাবে সামাল দিয়ে ম্যাচ জিতে নেন –তাই দেখার।
কাজটা বাংলার পক্ষে বেজায় কঠিন করে দেওয়ার চেষ্টা করবে বিপক্ষ ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসে ৬৮ রানের লিড পাওয়ার পর ধীরস্থিরভাবে ব্যাটিং করছে মধ্যপ্রদেশও। দ্বিতীয় ইনিংসে ১৪৭ রান বোর্ডে তুলে ফেলেছে তারা। লিড এখন-২১৫ রানের। মধ্যপ্রদেশের হাতে রয়েছে এখনও ৮টি উইকেট। ৩৫০-৪০০ রানের লিড নিতে চাইবে তারা। তাই অবিশ্বাস্য কিছু না ঘটলে বাংলার রনজি জয়ের স্বপ্ন সেমিতেই শেষ হয়ে যেতে চলেছে।

ছবি: সৌ টুইটার।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

সুপ্রিম কোর্টের নয়া ফরমান, বিরাট চাপে প্রাইমারি শিক্ষকরা
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
পঞ্চমী-দশমী পুজোয় কোন কোন জেলায় বৃষ্টি, দেখুন
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
কবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, জানাল সংসদ
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
Gemini AI দিয়ে ছবি বানানো কি সত্যিই নিরাপদ? জেনে নিন
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জুবিন গর্গের শেষকৃত্য আগামীকাল
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
ট্যাংরায় খুন না আত্মহত্যা! তদন্তে পুলিশ
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
মহালয়ার আগেই পুজো উদ্বোধন নিয়ে বিরোধী আক্রমণ, পাল্টা অভিষেক
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
GST নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কী বললেন শুনে নিন
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
মালিয়া, চোকসিকে দেশে ফেরাতে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ডেডলাইন শাহের
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
প্রতিপদ থেকেই শুরু মহিষাদল রাজবাড়ির পুজো, জেনে নিন অজানা ইতিহাস
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
দশমীতে বঙ্গ BJP-র তুরুপের তাস মোহন ভাগবত! কী হতে চলেছে?
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
কবরে নারীদেহের সন্ধান! মধ্যপ্রদেশের খান্ডোয়ার ঘটনা এখনও রহস্য
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
জিএসটিকে ‘ডবল ধামাকা’! অরুণাচলের সভা থেকে কংগ্রেসের বঞ্চনা নিয়েও সুর চড়ালেন মোদি
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
GST নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনও কৃতিত্ব নেই, পুজো উদ্বোধনে গিয়ে বললেন মমতা
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
প্রাথমিকের ৩২ হাজার চাকরি বাতিল মামলায় বিস্ফোরক বিকাশরঞ্জন ভট্টাচার্য
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team