অবশেষে সূ্র্যের চোখরাঙানি থেকে নিস্তার মিলেছে। মঙ্গলবার রাতের অঝোর বৃষ্টিতে হাসফাস গরমের থেকে রেহাই মিলেছে অনেকটাই। এই তো সময় গরম বদহজমের ভয়ে যে সব স্পাইসি খাবার মনে এলেও মুখে তোলেননি। সেই সব সুস্বাদু রকমারী পদের সুখ উপভোগ করার। আর তাই আজকের রেসিপি অফ দ্য ডে-তে রইল রেস্টুরেন্ট স্টাইল স্পাইসি চিলি মশরুম। বাইরে থেকে না কিনে বাড়িতেই ঝটপট বানিয়ে নিন। রইল রেসিপি-
উপকরণ
চিলি মাশরুম বানানোর বিধি