এই প্যাচ প্যাচে গরমে কয়েকগুন বেড়েছে চুলের সমস্যা। একদিকে মাথা ঘেমে সেই ঘামের সঙ্গে বাইরের ধুলো, ময়লা মিশে হয় জীবাণুর সংক্রমণে মাথায় চুলকুনির সমস্যা আর না হলে এই ঘাম ও ধুলো ময়লা পরিষ্কার করতে বাড়ি ফিরে প্রায় রোজই শ্যাম্পু করার ফলে বেড়েছে চুল পড়ার সমস্যা। এই অবস্থায় চুলের স্বাস্থ্য ভাল রাখতে ভীষণ কার্যকরী অ্যালোভেরা। তবে অ্যালোভেরা পাতা থেকে জেল বার করে মাথায় লাগানো কিংবা বাজার থেকে রাসায়নিক যুক্ত অ্যালোভেরা জেল ব্যবহারের বদলে বাড়িতেই বানিয়ে ফেলুন অ্যালোভেরা তেল। এর নিয়মিত ব্যবহারে চুলের স্বাস্থ্য ভাল হবে।
অ্যালোভেরা তেল বানাতে প্রয়োজন
দেখে নিন কীভাবে বানাবেন অ্যালোভেরা তেল
বাড়িতে অ্যালোভেরা জেল না থাকলে বাজার থেকে কিনতে পারেন। তবে এ ক্ষেত্রে প্রোডাক্ট কেনার আগে ভাল করে লেবেল পড়ে নিন এবং শুধুমাত্র ন্যাচারাল অ্যালোভেরা জেল কিনুন।
কীভাবে ব্যবহার করবেন অ্যালোভেরা তেল
অ্যালোভেরা তেলের উপকারিতা
এই তেল ড্রাই ও ফ্রিজি চুল ময়শ্চারাইজ করার পাশাপাশি ড্যান্ড্রফ দূরে করে। অ্যালোভেরার অ্যান্টি ইনফ্লেমেটারি ও অ্যান্টি ব্যক্টেরিয়াল কার্যকারিতা রয়েছে। তাই মাথায় ঘাম জমে চুলকুনির সমস্যাও থাকবে না। এর ফলে চুল ঝরে পড়ার সমস্যা কমে যায় এবং চুলের গোড়া মজবুত হয়।
(ছবি সৌ :Unsplash)