কলকাতা: কয়লাপাচার-কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে মঙ্গলবার দক্ষিণ কলকাতার বাড়িতে পৌঁছল সিবিআই। ৮ সদস্যের সিবিআই দলে রয়েছেন মহিলা গোয়েন্দারাও। এদিকে, আজই ত্রিপুরায় রোড শো করার কথা রয়েছে অভিষেকের। ইতিমধ্যে তিনি পৌঁছে গিয়েছেন ত্রিপুরায়।
বিধানসভা ভোটের আগে কয়লাপাচার-কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হয়েছিল রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বোনকেও। এরপরেই জিজ্ঞাসাবাদের জন্য সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেপ্টেম্বর মাসে দিল্লিতে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
আরও পড়ুন: Sun Stroke: প্রচণ্ড গরমে দুর্গাপুরে সানস্ট্রোকে মৃত্যু যুবকের
অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে হাজিরা দিলেও তাঁর স্ত্রী রুজিরা হাজিরা এড়িয়েছিলেন। এরপরেই ওই তলবকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ ও তাঁর স্ত্রী। তাঁদের বক্তব্য ছিল, তাঁরা উভয়েই পশ্চিমবঙ্গের বাসিন্দা কিন্তু তাঁদের ডেকে পাঠানো হচ্ছে ইডির দিল্লির অফিসে। কলকাতায় জিজ্ঞাসাবাদ হলে তাঁরা পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। সেই মতোই সিবিআই এদিন রুজিরাকে জিজ্ঞাসাবাদ করবে বলে নোটিস পাঠায়।