কলকাতা: রাজ্যের পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্যপালের কাছে দাবি জানাল বিজেপি। শনিবার লালবাজার থেকে ছাড়া পেয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে তিনি রাজ্যের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানান।
সুকান্তর অভিযোগ, রাজ্য পুলিস এবং রাজ্য সরকার পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ। তাঁর কথায়, পুলিসকে পরিস্থিতি মোকাবিলায় সঠিক পদক্ষেপের নির্দেশ যদি রাজ্য প্রশাসন দিত, তাহলে আজ এমন হত না। মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস প্ররোচনামূলক পদক্ষেপ করার জন্য রাজ্যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সুকান্তর অভিযোগ, পুলিসকে তাদের কাজ করতে দেওয়া হয়নি।
বিজেপির রাজ্য সভাপতি এদিন রাজ্যপালের কাছে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ জানিয়ে আসেন। রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনিক ব্যর্থতার দিকে আঙুল তোলেন তিনি। এবিষয়ে রাজ্যপালের কাছে একাধিক অভিযোগও জানায়। সুকান্তর সঙ্গে ছিলেন অগ্নিমিত্রা পল, প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের মতো দলের মহিলা নেতৃরা। পরে সুকান্ত দাবি করেন, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, দিল্লির মতো রাজ্যে রাজ্য প্রশাসন দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। আর এই রাজ্যে সরকারের ব্যর্থতার জন্য পরিস্থিতি জটিল হয়েছে।
আরও পড়ুন- Furfura Sharif: বড়দের বিক্ষোভ মিছিলে শিশুরা কেন? ফুরফুরা শরিফকে নোটিস শিশু অধিকার রক্ষা কমিশনের