হুগলি: অক্সিজেন সিলিন্ডার ছাড়া এভারেস্ট জয় করে ঘরে ফিরলেন চন্দননগরের মেয়ে পিয়ালি বসাক। প্রথম বাঙালী মহিলা হিসেবে তাঁর এই সাফল্যে গর্বিত প্রাণের শহর চন্দননগর। শনিবার সকালে চন্দননগরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে উৎসবে মেতে পড়ে আপামর জনসাধারণ। ফুলের মালা পড়িয়ে পুষ্পস্তবক দিয়ে তাঁকে সম্বর্ধনা জানান আট থেকে আশি বছরের সকলেই। চন্দননগরের পালপাড়া থেকে তাঁকে নিয়ে রোড-শো করেন স্থানীয় কাউন্সিলর মোহিত নন্দী।
চন্দননগরের কাঁটাপুকুরের বাসিন্দা পিয়ালি বসাক। ছোট থেকেই ছবি আঁকায় প্রচন্ড শখ ছিল তাঁর। কখনও পাহাড়ের ছবি, কখনও বা পাহাড়ের কোলে তাঁবু খাটানো দৃশ্য। সেই ছবি আজ বাস্তবে রূপ পেল পিয়ালির পায়ের কাছে। বারবারই তাঁর চলার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ। তা সত্ত্বেও এতটুকু দমেননি। আর্থিক সংকটকে তুচ্ছ প্রমাণ করে চলতি মাসেই এভারেস্টের বেস ক্যাম্প থেকে ক্যাম্প ১-এর উদ্দেশে রওনা দেন পিয়ালি। খুব অল্প বয়সেই চন্দননগরের কানাইলাল বিদ্যামন্দিরে চাকরি পান পিয়ালি। নিজের জমানো টাকা এবং স্থানীয় কয়েকজনের সহযোগিতায় বারবার পাহাড় জয় করেই ফিরেছেন তিনি।
আরও পড়ুন: Bhawanipore Murder: ভবানীপুরে গুজরাতি দম্পতি খুনের ঘটনায় গ্রেফতার আরও দুই
গত বছর ধৌলা শৃঙ্গ জয় করেন পিয়ালি। চরম আর্থিক সংকটের মধ্যেও এ বছর ফেব্রুয়ারিতে এভারেস্ট জয় করার উদ্দেশে পাড়ি দেন তিনি। তাঁর শুভাকাঙ্ক্ষী কয়েকজনের সহযোগিতায় পাহাড়ের উদ্দেশে শুরু হয় পিয়ালির যাত্রা। শেষ পর্যন্ত গত ২২ মে অক্সিজেন সিলিন্ডর ছাড়াই এভারেস্টের শৃঙ্গে পৌঁছে যান তিনি। তাঁর এই সাফল্য শুধুমাত্র চন্দননগরে নয়, গোটা বাংলার।