এই গরমে বাড়ির বাইরে বেরোনো মানেই ত্বকের ওপর অত্যাচার। একদিকে যেমন চাঁদি ফাটা রোদ, প্যাচ প্যাচে গরম অন্যদিকে আবার পরিবেশ দূষণ। এই সব মিলে মুখে ব্রণ, ঘামাচি, নাকের আসেপাসে ব্ল্যাকহেডস, ছোট-ছোট পিম্পল দেখা দেয়। এর ফলে মুখ দেখতে অপরিষ্কার ও আরও মলিন লাগে। অনেকেই এই সমস্যার চটজলদি সুরাহা করতে বাজার থেকে যেমন নামী দামি কসমেটিক কেনেন। তেমন আবার অনেকেই আছেন যারা ত্বকের শুশ্রুষা করতে প্রাকৃতিক উপকরণের ওপর ভরসা রাখেন। এদিকে মুখের ব্রণ কম করা গেলেও ব্ল্যাকহেডসের থেকে মুক্তি সহজ নয়। তাই কীভাবে চাল, মধু ও টোমেটোর ব্যবহারে ত্বকের যত্ন নেবেন দেখুন-
চালের তৈরি ফেস মাস্ক ব্যবহার করুন
এই ফেস মাস্ক বানাতে প্রয়োজন
ব্যবহারের বিধি
টোমেটো ফেস প্যাক
এই ফেস প্যাকের জন্য প্রয়োজনীয় উপকরণ
কীভাবে বানাবেন ফেস প্যাক
(ছবি সৌ: Unsplash)