DIY moisturiser: গরমে ময়শ্চারাইজারে অনিহা বাড়াতে পারে ত্বকের বিপদ
শুধু শীতকালই নয় ত্বকের লাবণ্য বজায় রাখতে বছর ভর ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। যদিও এই প্যাচে প্যাচে গরমে অনেকেই ময়শ্চারাইজার এড়িয়ে যান। কিন্তু এই অভ্যেস একেবারেই ঠিক নয়। ময়শ্চারাইজারের অভাবে ত্বক নিজস্বস্বআর্দ্রতা হারিয়ে ফেলে এবং অকালেই ত্বকে বয়সের ছাপ পড়ে। তবে শুধু ময়শ্চারাইজার ব্যবহার করলেই হবে না। বরং ত্বকের ধরণ অনুযায়ী বেছে নিতে হবে সঠিক ময়শ্চারাইজার। তাই এই গরমে বাজার থেকে কেনা কড়া রাসায়নিক যুক্ত কেমিক্যাল ব্যবহার করতে না চাইলে বাড়িতেই নিজের ত্বকের চাহিদা অনুযায়ী এভাবে বানিয়ে ফেলুন ময়শ্চারাইজার-
তৈলাক্ত ত্বকের জন্য ময়শ্চারাইজার
গরমে ময়শ্চারাইজার সব থেকে বেশি এড়িয়ে যান যাদের ত্বক তৈলাক্ত। এর ফলে ত্বক যেমন মলিন দেখায় তেমন আবার কড়া রোদে ত্বকের ওপরের আস্তরণ নষ্ট হয়ে বেড়ে ওঠে ব্রণর সমস্যা। এদিকে বাজার থেকে কেনা ময়শ্চারাইজার লাগালে ত্বক আরও তৈলাক্ত হয়ে যায়। তাই এই সব সমস্যা থেকে মুক্তি পেতে বাড়িতে তৈলাক্ত ত্বকের ময়শ্চারাইজার বানিয়ে নিন এভাবে।
উপকরণ
- অ্যালোভেরা জেল- ১ চামচ
- মধু- ১ চামচ
- নারকেল তেল- ১/২ চামচ
- আমন্ড বাদামের তেল- ১/২ চামচ
ময়শ্চারাইজার বানানোর উপায়
- প্রথমে অ্যালোভেরা পাতা থেকে জেল বার করে নিন। তবে বাড়িতে যদি অ্যালোভেরা জেল না থাকে তা হলে বাজার থেকে হার্বাল প্রোডাক্টের অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন।
- একটি পাত্রে এক চামচ জেল নিন। এবার এই পাত্রে মধু মিশিয়ে দিন।
- এবার এই মিশ্রণে নারকেল ও আমন্ড বাদামের তেল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন।
- এই পেস্ট যখন একেবারে ক্রিমের মতো হয়ে যাবে তখন এই মিশ্রণ একটি কাঁচের বোতলে ঢেলে নিন।
- এবার এই বোতল ফ্রিজে রেখে দিন। প্রয়োজনমতো এই ময়শ্চারাইজার ব্যবহার করুন।
- প্রাকৃতিক উপকরণে তৈরি এই ময়শ্চারাইজার আপনি ৪ থেকে ৫ দিন পর্যন্ত করতে পারবেন।
শুষ্ক ত্বকের জন্য ময়শ্চারাইজার
উপকরণ
- মধু- ১ চামচ
- গ্লিসারিন- ২ চামচ
- গ্রিন টির জল- ২ চামচ
- অ্যালোভেরা জেল
ময়শ্চারাইজার বানানোর উপায়
- একটি পাত্রে ১ চামচ মধু নিন। এবার এতে ২ চামচ গ্লিসারিন মিশিয়ে দিন।
- এবার এই মিশ্রণে অ্যালোভেরা জেল দিন এবং ভাল করে মিশ্রণটি মিশিয়ে নিন।
- এবার এই মিশ্রণে গ্রিন টি-র জল ঢেলে ভাল করে পেস্ট বানিয়ে নিন।
- এই পেস্ট ক্রিমের মতো হয়ে গেলে এবার এই মিশ্রণ কাঁচের বোতলে ঢেলে ফ্রিজে রেখে দিন।
- ব্যস ময়শ্চারাইজার তৈরি।
নর্মাল ত্বকের জন্য ব্যবহার করুন গোলাপের পাপড়ির তৈরি ময়শ্চারাইজার
উপকরণ
- গোলাপ ফুলের পাপড়ি- ১/২ কাপ
- রোজ ওয়াটার
- অ্যালোভেরা জেল- ২ চামচ
ময়শ্চারাইজার বানানোর উপায়
- প্রথমে গোলাপের পাপড়ি জলে ঢেলে ভাল করে ফুটিয়ে নিন। এবার এই জলে রোজ ওয়াটার মিশিয়ে দিন।
- এরপর অন্য একটি পাত্রে এই ফোটানো জল ছেঁকে নিন।
- এবার এই জলের সঙ্গে ভাল করে অ্যালোভেরা জেল মিশিয়ে নিন।
- এরপর এই মিশ্রণ একটি কাঁচের শিশি বা বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। প্রয়োজন মতো ব্যবহার করে নিন।