কলকাতা: ট্যুইট করতে তাঁর জুড়ি মেলা ভার। নিন্দুকেরা আড়ালে মজা করা ‘ট্যুইটবাবু’ বা ‘ট্যুইটার মন্ত্রী’ বলে কটাক্ষ করে থাকেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়কে। রাজ্যপালের ভার সামলানোর পাশাপাশি নিয়ম করে রাজ্য সরকারকে বিঁধে ট্যুইট করে থাকেন তিনি।
এবার আচমকা মাঝরাতে ট্যুইট করে বসলেন জগদীপ ধনখড়। শুক্রবার রাত ১২টা ৫৬-তে ট্যুইট করেন ধনকড়। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বারংবার অভিযোগের আঙুল তুলেছেন রাজ্যপাল। ভোট পরবর্তী হিংসা নিয়েও রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্ব সর্বজনবিদিত। দিনকয়েক আগে বিধানসভায় তাঁর ভাষণ নিয়েও বিস্তর জলঘোলা হয়।
এই পরিস্থিতিতে মাঝরাতে নিজের সাংবিধানিক কর্তব্যের কথা উল্লেখ করে ধনখড় ট্যুইট করায় জোর জল্পনা তৈরি হয়েছে। তবে নেটিজেনদের একাংশ রাজ্যপালের মাঝরাতে ট্যুইট করার বিষয়টিকে কটাক্ষে ভরিয়ে দিয়েছেন। পোস্টের নীচের কমেন্ট বক্সের নেটিজেনদের উক্তি দেখে হাসির রোল উঠেছে!
কেউ লিখেছেন, নিজের ঘুম নেই বলে এটা ভাবা উচিত নয় পশ্চিমবঙ্গের সবাই পেঁচা মাঝ রাতে জেগে থাকবে রাজ্যের টুইটার মন্ত্রী কি বলবেন সেটা দেখার জন্য। আবার কারোর কটাক্ষ, কি ব্যাপার, আজ আপনার ঘুম আসছে না কেন? এত রাতে টুইট! আরেক জন লিখেছেন, পশ্চিমবঙ্গের লোকেরা আপনার চাল , চেহারা ও চরিত্র জেনে ফেলেছে তাই এই সব কেতাবি কৈফিয়ৎ কোনো কাজে আসবে না।
হাওয়ালা ইস্যুতেও রাজ্যপালকে আক্রমণ শানিয়েছেন অনেকে। একজনের বক্তব্য, হাওলার টাকাটা একাই খেলেন, নাকি চৌকিদার কে কিছু দিয়েছেন? কেউ আবার লিখেছেন, বুঝতে পারছি চাকরি হারাবার ভয় পেয়ে বসেছে। আরেক জনের শ্লেষ, ধনকড় দাদুর ছদ্মবেশ জেনে গেছে গোটা দেশ।