ভবিষ্যৎ নিয়ে মানুষ চিরকালই উদগ্রীব। আর এই নিয়ে আগাম কিছু ইঙ্গিত পেতে তাই মানুষ সর্বদাই মুখিয়ে থাকে কারণ প্রত্যেকে চান সুখে-শান্তিতে কাটুক জীবন। যদিও ভবিষ্যৎ সম্পর্কে জানা সম্ভব নয়,তবে গ্রহ নক্ষত্রের অবস্থানের বদল কতটা প্রভাব ফেলতে পারে রাশিফলে তার একটা আভাস পাওয়া যায়। নতুন সপ্তাহে প্রেম, চাকরি, বিয়ে, স্বাস্থ্য, আর্থিক স্বচ্ছলতা কেমন থাকবে? কেমন হবে সম্পর্কের সমীকরণ, ভুল বোঝাবুঝি মিটে কাছে আসবে কী ভালবাসার মানুষ? জেনে নিন কী বলছে আপানার রাশিফলে গ্রহ ও নক্ষত্রের অবস্থান-
কন্যা রাশি
এই রাশির জাতকদের সপ্তাহের শুরুটা বেশ ভালই হবে। আয় বৃদ্ধির যোগও রয়েছে। সব কাজই সময় মতো মিটবে ফলে মন প্রসন্ন থাকবে। সপ্তাহের শুরুর দিকে গুরুত্বপূর্ণ কোনও কাজে হাত দেবেন না। পাশাপাশি যে কোনও বিবাদ ও বিতর্ক থেকেও নিজেকে দূরে রাখুন। সপ্তাহের মাঝামাঝি পরিস্থিতির সাময়িক পরিবর্তন হবে। তবে অনাবশ্যক ব্যয় ও গাড়ি নিয়ে সমস্যার ফলে দুশ্চিন্তা বাড়বে।
কেমন হবে সপ্তাহের দিনগুলি- সোম এবং মঙ্গলবার কিছু সমস্যা তৈরি হতে পারে তবে তা হবে সাময়িক। তাই এই দু’দিন গুরুত্বপূর্ণ কাজগুলি এড়িয়ে চলুন।
চাকরি ও ব্যবসা- চাকরি ও ব্যবসার ক্ষেত্রে সময়টা ভালই। ব্যবসায় লাভের মুখ দেখবেন এবং চাকরিতে উর্ধ্বতন কর্তৃপক্ষ খুশি হবে।
শিক্ষা- শিক্ষাক্ষেত্রে উত্সাহ যেমন থাকবে তেমন ভবিষ্যত নিয়ে থাকবে দুশ্চিন্তাও। বেশি পরিশ্রম করার তাগিদ সারাক্ষণ তাড়া করে বেড়াবে।
স্বাস্থ্য- ঘাড় এবং কোমরের ব্যথা আপনাকে কাবু করবে। সঙ্গে স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়িয়ে তুলবে পেটের সমস্যা।
প্রেম– প্রেম ও সম্পর্কের জন্য সময়টা শুভ নয়। প্রেমে কাছের মানুষের অসহযোগিতা কষ্ট দেবে। একই ভাবে বৈবাহিক জীবনে অশান্তির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে বিবাদ থেকে দূরে থাকার চেষ্টা করুন।
বাধা বিপত্তি কাটাতে গরুকে চারা দিন ও কুকরকে রুটি খাওয়াতে পারেন।