ভবিষ্যৎ নিয়ে মানুষ চিরকালই উদগ্রীব। আর এই নিয়ে আগাম কিছু ইঙ্গিত পেতে তাই মানুষ সর্বদাই মুখিয়ে থাকে কারণ প্রত্যেকে চান সুখে-শান্তিতে কাটুক জীবন। যদিও ভবিষ্যৎ সম্পর্কে জানা সম্ভব নয়,তবে গ্রহ নক্ষত্রের অবস্থানের বদল কতটা প্রভাব ফেলতে পারে রাশিফলে তার একটা আভাস পাওয়া যায়। নতুন সপ্তাহে প্রেম, চাকরি, বিয়ে, স্বাস্থ্য, আর্থিক স্বচ্ছলতা কেমন থাকবে? কেমন হবে সম্পর্কের সমীকরণ, ভুল বোঝাবুঝি মিটে কাছে আসবে কী ভালবাসার মানুষ? জেনে নিন কী বলছে আপানার রাশিফলে গ্রহ নক্ষত্রের অবস্থান-
মিথুন রাশি
উত্তেজনা ও কাজের চাপ দু’ই থাকবে এই সপ্তাহে। পাশপাশি সুনাম হবে খ্যাতি বাড়বে। খ্যাতির সঙ্গে বাড়বে আয়। পরিস্থিতি যেমনই হোক সব ক্ষেত্রেই ভাইদের সাহায্য পাবেন। সপ্তাহের মাঝামাঝি সাময়িক কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে এই সপ্তাহে বেশ কিছু নতুন সম্পর্ক তৈরি হবে যা ভবিষ্যতের জন্য লাভজনক হবে।
কেমন হবে সপ্তাহের দিনগুলি- সপ্তাহের শুরুটা ভাল হলেও বুধ ও শুক্রবার সমস্যা থাকবে। কাজে অকারণে দেরি হতে পারে। অন্যদের থেকে সহযোগিতার আশা রাখলে আশাভঙ্গ হবে।
চাকরি ও ব্যবসা- চাকরি ও ব্যবসার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। ব্যবসায় কোনও লগ্নি করলে তা ভাল করে বুঝুশুনে করুন এবং কোনও রকমের ঝুঁকি নেবেন না। চাকরির ক্ষেত্রে উচ্চপদস্থ সহকর্মীর কাছ থেকে আঘাত পেতে পারেন। তাদের ব্যবহারে আপনার কষ্ট বাড়বে।
শিক্ষা- শিক্ষাক্ষেত্রে নতুন সেমিস্টার বা নতুন জায়গায় সমস্যা তৈরি হতে পারে। এর ফলে দুশ্চিন্তা বাড়বে। তবে আপনাকে দমিয়ে রাখা কঠিন হবে আপনার উৎসাহ থাকবে দারুন।
স্বাস্থ্য- চোখের জ্বালা ও পেটের সমস্যা, এই দুই মিলে আপনাকে কাবু করতে পারে।
প্রেম– প্রেমের জন্য সময়টা বেশ ভাল। যে কোনও বিষয়ে কাছের মানুষের থেকে সাহায্য পাবেন না। বিবাহিতদের দাম্পত্য সুখের হবে।
দুস্থদের তেল ও নুন দান করতে পারেন। উপকার পাবেন।