ভবিষ্যৎ নিয়ে মানুষ চিরকালই উদগ্রীব। আর এই নিয়ে আগাম কিছু ইঙ্গিত পেতে তাই মানুষ সর্বদাই মুখিয়ে থাকে কারণ প্রত্যেকে চান সুখে-শান্তিতে কাটুক জীবন। যদিও ভবিষ্যৎ সম্পর্কে জানা সম্ভব নয়,তবে গ্রহ নক্ষত্রের অবস্থানের বদল কতটা প্রভাব ফেলতে পারে রাশিফলে তার একটা আভাস পাওয়া যায়। নতুন সপ্তাহে প্রেম, চাকরি, বিয়ে, স্বাস্থ্য, আর্থিক স্বচ্ছলতা কেমন থাকবে? কেমন হবে সম্পর্কের সমীকরণ, ভুল বোঝাবুঝি মিটে কাছে আসবে কী ভালবাসার মানুষ? জেনে নিন কী বলছে আপানার রাশিফলে গ্রহ ও নক্ষত্রের অবস্থান-
বৃষ
সপ্তাহের শুরুটা ভালই হবে তবে একাধিক বিষয়ে পরিবারের সঙ্গে আপনার মতভেদ সৃষ্টি হবে। ব্যয় বাড়বে। তবে সপ্তাহের মাঝামাঝি থেকে সময় পরিবর্তন হবে এবং ভাগ্য আপনার ওপর সদয় হবে। একাধিক পরিকল্পনা সফল হবে। যাদের বিশেষ কোনও কাজে বিদেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে তারা কাজে সাফল্য পাবেন।
কেমন হবে সপ্তাহের দিনগুলি- বুধবার থেকে সময়য়ের পরিবর্তন ঘটবে এবং সন্তানের থেকে সাহায্য পাবেন। শনিবার পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।
চাকরি ও ব্যবসা- এই সপ্তাহে চাকরি ও ব্যবসার ক্ষেত্রে ফল হবে ভিন্ন ভিন্ন। চাকরিতে কাজের অত্যাধিক চাপের পরিবেশ থাকবে। তবে ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহ বেশ ভাল, ব্যবসায়ীরা প্রসন্ন থাকবেন।
শিক্ষা- নতুন সেমিস্টারে পড়াশোনার ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে।
স্বাস্থ্য- নতুন সপ্তাহে চোখে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে।
প্রেম– প্রেম ও সম্প্রর্কের জন্য সময়টা বেশ শুভ। বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে। অবিবাহিতদের ক্ষেত্রে প্রেমের সম্পর্ক আরও মধুর হবে।
দুস্থদের অন্নদান করুন বাধা বিপত্তি কাটবে। বিশেষ করে ফল দান করুন উপকার পাবেন।