কলকাতা টিভি ওয়েব ডেস্ক: হায়দরাবাদের গণধর্ষণ-কাণ্ডে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিস। ধৃত ওই অভিযুক্তের নাম সাদুদ্দিন মালিক। শনিবার সকালেই এক অভিযুক্ত এক নাবালককে গ্রেফতার করে পুলিস। সে তেলঙ্গানা রাষ্ট্রীয় সমিতির এক বিধায়কের ছেলে। ধৃতদের এদিন নিজেদের হেফাজতে নিয়েছে পুলিস। শুক্রবার সন্ধেয় এক নাবালককে গ্রেফতার করেছিল পুলিস। এই নিয়ে ওই ঘটনায় মোট তিনজন ধরা পড়ল। এখনও পর্যন্ত এই ঘটনায় জড়িত পাঁচ জনকে শনাক্ত করা গিয়েছে। তাদের মধ্যে তিনজনই নাবালক। ওই সন্ধেয় ঠিক কী ঘটেছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিস।
গত ২৮ মে সন্ধেয় হায়দরাবাদের অভিজাত এলাকা জুবিলি হিলসে মার্সিডিজের ভিতর এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে ওই পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে। নির্যাতিতার পরিবারের বয়ান অনুযায়ী, ১৭ বছরের ওই নাবালিকা এক বন্ধুর সঙ্গে পার্টি করতে পাবে গিয়েছিল৷ কিছুক্ষণ বাদে ওই বন্ধু পাব থেকে বেরিয়ে যাওয়ার পর মেয়েটির সঙ্গে একটি ছেলের আলাপ হয়৷ ওই ছেলেটি তার বন্ধুদের সঙ্গে মেয়েটির পরিচয় করায়৷ তারপর সবাই মিলে পাব থেকে বেরিয়ে একটি কেকের দোকানে যায়৷ মেয়েটিকে তারা বাড়ি ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়৷ সদ্য পরিচয় হওয়া ওই ছেলেদের কথা বিশ্বাস করে মেয়েটি মার্সিডিজে ওঠে৷ তারপরই গাড়ির মধ্যে সে গণধর্ষণের শিকার হয়।
? Second Accused Arrested In #Hyderabad Gang Rape https://t.co/HxAlcs6yat pic.twitter.com/mC7xABfXiB
— NDTV (@ndtv) June 4, 2022
নাবালিকাকে জিজ্ঞাসাবাদের পর এক সিসিটিভি ফুটেজ উদ্ধার করে পুলিস। ইতিমধ্যেই একটি ফুটেজ সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, পাবের বাইরে ওই পাঁচজন অভিযুক্তের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে নাবালিকাটি।
পুলিস জানায়, মার্সিডিজ নিয়ে তারা জুবিলি হিলস এলাকায় যায়৷ সেখানে গাড়ি দাঁড় করিয়ে মেয়েটিকে একে একে সবাই ধর্ষণ করে৷ ধর্ষণের সময় বাইরে একজন করে পাহারা দিচ্ছিল৷ যাতে ভিতরে কী চলছে তা কেউ টের না পায়৷ গণধর্ষণের ঘটনায় এক মিম বিধায়কের ছেলের নামও উঠে এসেছে৷ যদিও পুলিসের দাবি, অপরাধ সংগঠিত হওয়ার আগেই ভয়ে সে পালিয়ে গিয়েছিল৷ তবে বাকি অভিযুক্তরা রাজনৈতিকভাবে প্রভাবশালী পরিবারের সন্তান৷ সকলেই নাবালক৷ কেউ একাদশ কেউ বা দ্বাদশ শ্রেনির ছাত্র৷
আরও পড়ুন: Calcutta High Court: একাধিক এসএসসি মামলা সরানো হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে