কলকাতা টিভি ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশের কানপুরে গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় ৩৬ জনকে গ্রেফতার করল পুলিস। হজরত মহম্মদকে নিয়ে বিজেপি নেত্রীর বিতর্কিত মন্তব্যের জেরে শুক্রবার থেকেই উত্তাল কানপুর। দুই গোষ্ঠীর সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। ভাঙা হয় বেশ কয়েকটি দোকান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আধাসেনা নামাতে হয় উত্তরপ্রদেশ সরকারকে। সেই ঘটনার ভিডিয়ো দেখেই ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিস। এফআইআর দায়ের করা হয়েছে বহু মানুষের বিরুদ্ধে।
ঘটনার সূত্রপাত শহরে বাজার বন্ধের ঘোষণাকে কেন্দ্র করে। কয়েকদিন আগে বিজেপি নেত্রী নুপুর শর্মা হজরত মহম্মদের বিয়ে নিয়ে মন্তব্য করেন। ওই ঘটনায় মহম্মদের অবমাননার অভিযোগে কানপুর শহরে বাজার বন্ধের ডাক দিয়েছিল মুসলিমদের একটি সংগঠন। কিন্তু স্থানীয় দোকানদাররা দোকানপাঠ বন্ধ রাখতে রাজি হয়নি। তাতেই বিবাদের সূত্রপাত।
স্থানীয়রা জানান, শুক্রবার মুসলিম গোষ্ঠী একত্রিত হয়ে কানপুরে বাজার বন্ধ করার ডাক দেয়। স্থানীয়রা তাদের বাধা দিলে বচসা শুরু হয়। ক্রমে সেই বচসা গড়ায় হাতাহাতিতে। শুরু হয় দোকান ভাঙচুর। অভিযোগ, দু’পক্ষের মধ্যে পাথর ছোঁড়াছুড়িও হয়। ঘটনায় বেশ কয়েকজন জখম হন। ঘটনার একাধিক ভিডিয়ো ইতিমধ্যেই সোশাল মিডিয়াতে ভাইরাল হয়েছে৷ সেখানে দেখা গিয়েছে পরস্পরের দিকে পাথর, বোমা ছুড়ছে দু’পক্ষ৷
আরও পড়ুন: Corona Update India: চোখ রাঙাচ্ছে করোনা, দেশে দৈনিক সংক্রমণ ৪ হাজার ছুঁইছুঁই
কানপুরের পুলিস কমিশনার বিজয় সিং মীনা জানান, গ্যাংস্টার আইনের ধারায় অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করা হবে। তাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রচুর পুলিস মোতায়েন করা হয়েছে।