Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ০৬ মে ২০২৫ |
K:T:V Clock
চতুর্থ স্তম্ভ: সিপিএম চলিয়াছে নড়িতে নড়িতে
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুন, ২০২২, ১০:৩০:৫৯ পিএম
  • / ৩২৩ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

সেই প্রৌঢ় বা বৃদ্ধ মানুষটি, যিনি কোনও এক পার্কের বেঞ্চে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন, জনমানবহীন সেই পার্কে কুম্ভকর্ণের ঘুম৷ বছর কুড়ি পরে জেগে উঠে দেখলেন, বুঝলেনও সব বদল গয়া, সব। মানুষ, সমাজ, সম্পর্ক, অর্থনীতি, গ্যাজেটস, বাজার, মায় খাবারও। কিন্তু সেই মানুষ ঠিক করলেন, হম নঁহি বদলেঙ্গে, হম নহিঁ শুধরেঙ্গে। তেনার যাবতীয় মিসম্যাচ ব্যবহার, হাস্যকর কথাবার্তা নিয়ে বেঁচে রইলেন৷ লোকে প্রথমে প্রথমে অবাক হয়ে দেখত৷ এ আবার কী রে? তিনি তাঁর শতচ্ছিন্ন জামার কলার তুলে বলতেন, হুঁ হুঁ বাওয়া, এরেই কয় সুমহান ঐতিহ্য৷ লোকে হাসতো, তিনিও হাসতেন। কিন্তু এমনই বা কতদিন চলে? লোকজনের তো খেয়েদেয়ে কাজ আছে না কী? ক্রমশঃ লোক আর দেখেও দেখে না৷ মানে পাত্তাও দেয় না। জলসাগরের বিশ্বম্ভর রায়, তখনও ফাঁকা, একটিও মোহর পড়ে নেই, তাই সই, ফাঁকা মোহরের বাক্সটাকে জড়িয়ে বসে আছে, সে সব কি দিন ছিল রে, আহা। আমাদের দেশের রাজনৈতিক আবহে এই রিপ ভ্যান উইঙ্কল বা বিশ্বম্ভর রায়ের কমতি নেই৷ বরং ছড়াছড়ি। সেই আবহে কংগ্রেস যদি রিপ ভ্যান উইঙ্কল হয়, তাহলে সিপিএম হল বিশ্বম্ভর রায়।

৪৭-এ স্বাধীনতার পরে, যে দুই দল ছিল শাসক আর প্রধান বিরোধী দল, তাদের দিকে তাকিয়ে দেখুন, দুই দল আত্মঘাতি গোল দিতে দিতে ক্লান্ত৷ কে তাদের হারাবে? তারা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা হারবোই৷ অতএব হেরেই চলেছে। আপাতত এই রাজ্যে সিপিএমের নির্বাচনী লক্ষ্য হল দ্বিতীয় স্থানে আসা খুব, খুব শক্ত। যদি হয়, তা সম্ভব হবে এই রাজ্যেই আরও একগুচ্ছ কালিদাস, শুভেন্দু, দিলীপ, সুকান্তের জন্য। কিন্তু সেটাও দ্বিতীয় স্থানের লড়াই, শূন্য থেকে অন্তত গোটা ৩০ আসনের লড়াই। বাকি রইল কেরালা, সেখানে বিজয়ন সিপিএম, কংগ্রেসের সঙ্গে লড়ে বেঁচে থাকা সেই সিপিএম, যারা জাতীয় রাজনীতিতে, বাংলার রাজনীতিতে কংগ্রেসের হাত ধরাধরি করে চলছে শুধু নয়, সেই কাঁধ ঘষাঘষিকে এক রাজনৈতিক তত্ত্বের আকার দিয়েছে৷ অন্তত দেওয়ার চেষ্টা করছে। বাংলায় তাদের শত্রু কে? মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর মমতার সঙ্গে যাঁরা আছেন, প্রত্যেকে, সরকারের সমর্থনে একটা কথা বললেও, সেই মানুষটি প্রতিক্রীয়াশীল এবং বিজেমূল, ব্যস। বিধাতার নিদান হাঁকার মতই প্রায়।

অবশ্য এই অভ্যেস তাঁদের বহু পুরনো, দল ভাঙার পরে দীর্ঘদিন, কিছুকাল আগে পর্যন্ত সিপিআইকে, দক্ষিণপন্থী রাজনৈতিক দলই বলতেন সিপিএম নেতারা, কেন? কারণ সিপিআই কংগ্রেসের সঙ্গে আঁতাত চাইত৷ সমঝোতা চাইত৷ কংগ্রেস দক্ষিণপন্থী৷ অতএব সিপিআই ও দক্ষিণপন্থী। তো দিন বদলেছে৷ এখন জাতীয় রাজনীতিতে আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না৷ সীতারাম রাহুলকে বলছেন না রাহুল সীতারামকে বলছেন তা জানা নেই৷ তবে আপাতত কংগ্রেস দক্ষিণপন্থী নন, কাজেই সিপিআইও নন৷ আর সিপিএম তো আগমার্কা গণেশ ছাপ কমিউনিস্ট পার্টি, ছবি ও সই মিলাইয়া নিবেন। কিছুদিন আগে এক শিল্পপতি, কলকাতা টিভির মালিকও বটে, তেনাকে নিয়ে বড় খবর, কাগজের প্রথম পাতায় খবর, তিনি নাকি মানি লন্ডারিং কেসে অভিযুক্ত৷ তবুও তাঁকে কেন উন্নয়নমূলক প্রকল্পের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে? নির্বাচিত নন, সরকারের বাইরে একজন কীভাবে সরকারের গুরুত্বপূর্ণ ফাইল দেখতে পারেন? ওলোগুলুপুচুপুচু, ৩৪ বছরের ফাইল আনাগোনা সব ভুলে মেরে দিয়েছেন, উইঙ্কল টুইঙ্কলের নাতির দল। প্রতিটা পুরসভা, প্রতিটা জেলা সমিতি, প্রতিটা সরকারি ডিপার্টমেন্টের প্রতিটা ফাইলের অনায়াস দখলদারি রাখা দল আজ সাধক বেড়াল, বলে মাছ ছোঁব না, মাছ খাব না, কাশী যাব। পুলিশের প্রতিটা ট্রানসফার, ডিএম, এডিমএর প্রতিটা ট্রান্সফার কোথা থেকে হত? আমরা কি ভুলেছি সব? স্মৃতি তুমি এত প্রতারক? কলেজের কে প্রিন্সিপাল হবে, কোন অ্যাডহককে বেআইনিভাবে রেগুলারাইজ করা হবে, মানে প্রথমে অ্যাডহক রিক্রুট করো, তারপর তাকে বেআইনিভাবে রেগুলারাইজ করো, আমরা জানি না? কোন যাদুবলে প্রত্যেক পার্টি হোলটাইমারদের স্ত্রীরা রাজ্যসরকারি চাকরি পেয়েছে? কেউ স্কুলে কেউ অন্য রাজ্যসরকারি দফতরে?

আজ হাতে নারায়ণশিলা আর তুলসিপাতা? খুঁজতে হবে? ২০০১ থেকে ২০০৭ পর্যন্ত পার্টির হোলটাইমারদের তালিকা দেখুন, পেয়ে যাবেন। কাজেই ওই ফাইল কে দেখল, কে দেখল না সে প্রশ্ন তুলে রাখুন। এবার প্রশ্ন যার নামে এই অভিযোগ তুললেন, আচ্ছা ক’দিন আগেও, আপনাদের নেতারা ওই অভিযুক্তের দফতরে এসে ঘন্টার পর ঘন্টা এসে আড্ডা মেরে যাননি? দিল্লিতে গাড়ি, কলকাতায় সাহায্য নেননি৷ নির্বাচনের সময় আলুটা, মুলোটা, পটলটা যোগাননি, ওই অভিযুক্ত? তখন তা ছিল বিপ্লবী কর্মকাণ্ড, তাই না? এখন মানি লন্ডারিং এ অভিযুক্ত? বিপ্লবী সুজন চক্কোত্তি কী বলেন? অনেকটাই তো জানেন, বিমান বসুর স্বাক্ষরতা মেলা? মনে নেই? খানা, পিনা, প্যান্ডেল? আপনাদের পলিটব্যুরো নেতা, মুখ্যমন্ত্রী এসে শিল্পপতির পাশে বসে নতুন উদ্যোগের উদ্বোধন করেননি? মানি লন্ডারিং এর প্রশ্ন তখন ওঠেনি৷ তখন বৈপ্লবিক শিল্পায়ন, গণেশ উল্টেছে, এখন তিনি অভিযুক্ত? এবং সেই অভিযোগ, যেদিন ওই নিয়োগের সার্কুলার বের হয়েছে, সেইদিনই তা ফেরত নেওয়া হয়েছে, এটা জানার পরেও, তিনদিন পরে তা নিয়ে প্রথম পাতার খবর? কোন ধরনের সাংবাদিকতা?

এই রাজ্যে দুজন, বলা ভালো দু’দিক থেকে এই প্রশ্ন আসছে, প্রথমটা সিপিএম, দ্বিতীয়টা হলেন ধনখড়। গাঁঠছড়াটা গোপনে বাঁধা হয়েছে? কবে? আর কোনও মহল থেকে প্রশ্ন উঠল না, যেদিন গণশক্তিতে ছাপা হল, তার কদিনের মধ্যেই ধনখড় সাহেব টুইট করলেন, প্ল্যান টা বলুন? আগে ছাপা হবে, তারপর আপনি টুইট করবেন? এটা নাকি সবটাই এক আশ্চর্য সমাপতন? কোইনসিডেন্স? কমিউনিস্টরা ষড়যন্ত্র করতে ঘৃণা করে, মার্কস সাহেব বলেছিলেন। ষড়যন্ত্র করতে গেলে অনেক মিথ্যের আশ্রয় নিতে হয়, সি পি এম এর দিকে তাকান, গোটা ঘরটাই মিথ্যের এক পাকাপোক্ত ভিতের ওপর দাঁড়িয়ে, কেবল মিথ্যে। এমন মিথ্যে যা সবাই জানে, সব্বাই বোঝে, কিন্তু ওনারা বলে যাবেন, বলেই যাবেন। ওঁরা জানেন যা বলছেন সেটা মিথ্যে, যাঁদের বলছেন, তাঁরাও জানেন, ওটা মিথ্যে। তবুও বলেই যাবেন। বেশ কয়েকবার, বিভিন্ন ফোরামে আলোচনা হল, ওই বিজেমূল তত্ত্ব টা চলে না, নিশ্চই মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ বিপ্লব চান না, নিশ্চই যাঁরা সমাজ বিপ্লব করবেন, করতে চান তাঁরা মমতার বিরোধিতা করবেন। ওসব বিপ্লবের কথা থাক, রাজ্যের সরকারে আছে তৃণমূল, তার বিরোধী দল তৃণমূলের বিরোধিতা করবে, সরকারের অক্ষমতা, দুর্নীতির কথা তুলে ধরবে, এটাই স্বাভাবিক নয় কি? খুব স্বাভাবিক।

রাজ্যে দেশে আরেকটা দল আছে বিজেপি, তারা দেশের সরকারও চালায়, তারা সাম্প্রদায়িক রাজনীতি করে, এসব সিপিএম জানে, স্বাভাবিক সিপিএম তার বিরোধিতা করবে, কিন্তু তাঁদের মাথায় ঢুকেছে বিজেমূল তত্ত্ব, রোজ গণশক্তি খুলুন, রোজ সেই একই তত্ত্বের অবতারণা, মমতা মোদির লড়াই আসলে লোক দেখানো লড়াই, বিজেপি আর তৃণমূলে আসলে গভীর সখ্যতা আছে৷ বলেই যাচ্ছেন, আচ্ছা লোকে বিশ্বাস করবে? দুটো দলের আলাদা বিরোধিতা করা যায় না? একদল সরকার চালায়, সরকারি কাজ নিয়ে প্রশ্ন তোলাই যায়, বিরোধিতা করাই যায়, তার সঙ্গে মমতা আসলে আর এস এস এরই এজেন্ট, তৃণমূল আসলে বিজেপির জমি তৈরি করছে, বলাই, কানাই, মাধাই, জগাই, নিতাইরা হাঁ করে শুনছে, কমরেট বাবুর কী মাতা খারাপ হলো নাকি? তার আগের দিন দিলু ঘোষ মিটিং করে বলে গেছে সবকটাকে জেলে পুরবো, পরের দিন অভিষেক এসে বলেছে ভয় দেখাবেন না, দুই দুই করেছি, আরও হবে। লাগাতার যাকে বলে ব্রিক ব্যাটল চলছে, এক্কেবারে তলায় পাড়া, মহল্লা, গ্রামেও তাই চলছে, কিন্তু কমরেট বাবু বলছে, এসবই নাকি মিথ্যে, আসলে তলায় তলায় হাত ধরাধরি করে আছে, কোথায় দাঁড়িয়ে একথা বললেন? কমরেটবাবু র মঞ্চের পাশে খাদ্য আন্দোলনের শহীদ বেদী, কংগ্রেসী সরকার এর পুলিশের গুলিতে নিহতদের মনে রেখে, সেই শহীদ বেদীর পাশের মঞ্চে মান্নান সাহেব কে সাক্ষী রেখে আব্বাস বন্ধু সাব্বাস সেলিম, ভাষণে বললেন, আসলে কিন্তু ওরা দারুণ বন্ধু। তখনও জগাই, নিতাই, মাধাই এর দল চরম বিভ্রান্তিতে, দেকেচো, নির্বাচনে হেরে গিয়ে কমরেটবাবুর মাতা খানাও গ্যাচে, এই হল নিষ্কর্ষ। আসলে মানুষকে আন্ডারএস্টিমেট করা, তাদের বোধ বিচার কে খাটো করে দেখা, রাজনৈতিক নেতাদের অভ্যেস, সেই অভ্যেস এখন সিপিএম এর শিরায় ধমনীতে, উইঙ্কল টুইংকল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর?

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

কবে তৃণমূল যাচ্ছেন দিলীপ? মুখ খুললেন স্ত্রী রিঙ্কু
মঙ্গলবার, ৬ মে, ২০২৫
ভারতের পর বিদেশের একাধিক বিমান সংস্থা পাকিস্তানের আকাশসীমা এড়াচ্ছে…
সোমবার, ৫ মে, ২০২৫
রুটটফ রেস্তরাঁ নিয়ে বিরাট সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের
সোমবার, ৫ মে, ২০২৫
কেন ফিল্ডিং করছেন না রোহিত, খোলসা করলেন কোচ
সোমবার, ৫ মে, ২০২৫
বিজেপি সাংসদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ সুপ্রিম কোর্টে
সোমবার, ৫ মে, ২০২৫
প্রথম ভারতীয় ছবি হিসেবে নজির ‘দেবী চৌধুরানী’র
সোমবার, ৫ মে, ২০২৫
‘রোদের নিশানা’য় সোহিনী
সোমবার, ৫ মে, ২০২৫
মোদির সঙ্গে দেখা করতে গেলেন রাহুল গান্ধী, কী নিয়ে আলোচনা?
সোমবার, ৫ মে, ২০২৫
পরনে দুধ সাদা শাড়ি-নেটের ব্লাউজ, বোল্ড অবতারে মিমি
সোমবার, ৫ মে, ২০২৫
জামিন বাতিল অরবিন্দের
সোমবার, ৫ মে, ২০২৫
মা হতে চলেছেন শোভিতা!
সোমবার, ৫ মে, ২০২৫
খুনের হুমকি পেলেন শামি, শুরু হল তদন্ত
সোমবার, ৫ মে, ২০২৫
ভারতীয় সেনার ওয়েবসাইট হ্যাকিংয়ের চেষ্টা! নেপথ্যে পাক হ্যাকার?
সোমবার, ৫ মে, ২০২৫
বঙ্গীয় হিন্দু মহামঞ্চের উদ্যোগে নাম বদল, উত্তেজনা বিশ্বাস কলোনিতে
সোমবার, ৫ মে, ২০২৫
‘ভেজা ফ্রাই’ খ্যাত বিনয় পাঠকের বিরুদ্ধে গল্প চুরির দায়ে আইনি নোটিশ বাঙালি পরিচালকের!
সোমবার, ৫ মে, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team