আধুনিক যুগে হাজারো ব্যস্ততার মধ্যে আলাদা করে চুলের জন্য বাড়িতে পরিচর্যার সময় পান না অনেকেই। তাই চুলের যত্ন নিতে এবং চুলের যে কোনও সমস্যার ক্ষেত্রেই অনেকেই পার্লারে ছুঁটে যান। তবে চুলের পরিচর্যায় পার্লারের এই দামী ট্রিটমেন্ট বার বার করানো যেমন বেশ ব্যয়সাপেক্ষ ঠিক তেমনি আবার এই ট্রিটমেন্ট ব্যবহৃত সামগ্রী থেকে যে সব কড়া রাসায়নিক রয়েছে তার অতিরিক্ত ব্যবহারে বিপন্ন হতে পারে চুলের স্বাস্থ্য। তাই চুলের সুস্বাস্থ্য ফিরিয়ে আনতে ও সৌন্দর্য দীর্ঘস্থায়ী করতে বাড়িতে হোমমেড হেয়ার মাস্কই ভাল। আর একইসঙ্গে অর্থেরও সাশ্রয় হয়। আপনার জন্য রইল চুলের যত্ন নেওয়ার বেশ কিছু উপকারী ঘরোয়া টোটকা। কী কী দেখে নিন-
এই হেয়ার প্যাকের জন্য প্রয়োজনীয় উপকরণ
মেহেন্দি পাউডার- ১ কাপ
ডিম- ২টো
টাটকা দই- ১ কাপ
আমন্ডের তেল- ১ টেবিল চামচ
অলিভ অয়েল- ১ টেবিল চামচ
শিকাকাই পাউডার- ১ টেবিল চামচ
হেয়ার প্যাক বানানোর বিধি
একটি পাত্রে এই সকটি উপকরণ ভাল করে গাঢ় একটা মিশ্রণ বানিয়ে ফেলুন। অন্তত ৩০ মিনিট চুলে এই মিশ্রণ লাগিয়ে নিন। প্যাক শুকিয়ে গেলে মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে নিন।
লম্বা চুল বড় করার ক্ষেত্রে এই হেয়ার প্যাক দারুণ কার্যকরী। এর জন্য প্রয়োজনীয় উপকরণ-
টক দই- ১/২ কাপ
মেথি- ২ টেবিল চামচ
কারিপাতা- সামান্য
আমলকি- ২ টো
হেয়ার প্যাক বানানোর বিধি
সবকটি উপকরণ একটি পাত্রে ভাল করে মিশিয়ে নিন। এরপর রাতভর ভিজিয়ে রাখুন। সকালে উঠে এই উপকরণগুলি ভাল করে পিষে চুলে লাগিয়ে নিন। মাথায় প্রায় ১ থেকে ২ ঘণ্টা এই হেয়ার প্যাক লাগিয়ে রাখার পর শুকিয়ে গেলে মাইল্ড শ্যাম্পু দিয়ে মাথা ও চুল ধুয়ে নিন।
রোদে ও পরিবেশ দুষণের কারণে একেবার জেল্লা হারিয়েছে চুল? তাহলে চুলের হারানো জেল্লা ফিরিয়ে আনতে দারুণ কার্যকরী এই হেয়ার প্যাক। এর জন্য প্রয়োজনীয় উপকরণ-
টক দই- ১ কাপ
অ্যালোভেরা জেল- ২ টেবিল চামচ
ভিটামিন ই তেল- ১ চা চামচ
পাতিলেবুর রস- ১টি
হেয়ার প্যাক বানানোর বিধি
এই সবকটি উপকরণ ভাল করে পেস্ট বানিয়ে নিন। এরপর চুলে এই হেয়ার প্যাক লাগিয়ে নিন। অন্তত ঘন্টাখানেক এই হেয়ার প্যাক মাথায় লাগিয়ে রেখে শুকিয়ে গেলে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
এই প্রত্যেক ঘরোয়া টোটকাই চুলের জন্য বেশ কার্যকরী। তবে অনেক ক্ষেত্রে বেশ কিছু প্রাকৃতিক উপকরণ ব্যবহার করলে অনেক সময় অ্যালার্জির সমস্যা হতে পারে। তাই ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নিতে ভুলবেন না।
(ছবি সৌ: Urban Company)