কলকাতা টিভি ওয়েব ডেস্ক: কে কে-র মৃত্যু ঘিরে অজস্র প্রশ্ন ঘোরাফেরা করছে সকলের মনে।গতকাল রাতে ঠিক কি হয়েছিল যে এভাবে অস্বাভাবিক মৃত্যু হল কেকে’র? তা নিয়েই প্রশ্ন উঠছে বার বার। গতকাল অনুষ্ঠান শেষে ঠিক কখন তিনি ফিরেছিলেন? কে কে গ্র্যান্ড হোটেলে এসেছিলেন, তাঁর সঙ্গে কে কে ছিলেন? হোটেলে কি খাবার খেয়েছিলেন? নানা প্রশ্ন।
তদন্তে জানা গিয়েছে, গতকাল হোটেলে কে কে’র খাওয়ার বাইরে থেকে অর্ডার করা হয়েছিল তাঁর রুমে। তাঁর খাবারের নমুনা সংগ্রহ করেছে পুলিস। কে কে’র ব্যবহৃত তোয়ালে, ব্যবহার করা রুমাল ও ঘরের নানা জিনিস সংগ্রহ করা হয়েছে। ফরেনসিক টিমের ৮ সদস্যের প্রতিনিধিদল নমুনা সংগ্রহ করছেন গ্র্যান্ড হোটেলের।ইতিমধ্যেই হোটেলের ম্যানেজারকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিস।
ইতিমধ্যেই ২৭০০ আসনে ৭০০০ জনের প্রবেশ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এসি ঠিকঠাক কাজ না করার প্রসঙ্গ একেবারে উড়িয়ে দেয়নি নেটিজেনরা। যদিও বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেখানকার এসি ঠিকঠাক কাজ না করার অভিযোগ উড়িয়ে দিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, কেএমডিএ নজরুল মঞ্চের নিয়মিত রক্ষণাবেক্ষণ করে থাকে। তবে একসঙ্গে প্রচুর লোক ঢুকলে সেখানে এসি কাজ নাও করতে পারে। এত লোকের প্রবেশ রুখতে পুলিস কখনোই লাঠি চার্জ করতে পারে না।নজরুল মঞ্চের এসি ঠিকঠাকই ছিল।
আরও পড়ুন Singer K K Death: নজরুল মঞ্চে কে কে-র শেষ কয়েক ঘণ্টা
নজরুল মঞ্ছের কর্তৃপক্ষের অপর যখন আঙুল উঠেছে তখন অন্যদিকে অনুষ্ঠানের উদ্যোক্তাদের ব্যর্থতাকে দায়ী করেছেন অনেকে। গতকাল অনুষ্ঠানে উপস্থিত অনেকেরই দাবি, হলে এসি চলছিল না। কষ্ট হচ্ছিল। বার বার কে কে’কে সাদা তোয়ালে দিয়ে ঘাম মুছতে দেখা যাচ্ছিল। হলে একটা সময়ের পর দম বন্ধকর পরিবেশ তৈরি হয়েছিল। যা কি পরবর্তীকালে প্রভাব ফেলে। তবে এটা কতটা সত্য তা নিয়ে পুলিস কিছু জানায়নি। প্রশ্ন উঠেছে একাধিক। সবটাই তদন্ত সাপেক্ষ।
আরও পড়ুন K K Death: ভিড়ে ঠাসা নজরুল মঞ্চে চূড়ান্ত বিশৃঙ্খলা, অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে ছিনিমিনি খেলা