ভবিষ্যৎ নিয়ে মানুষ চিরকালই উদগ্রীব থাকে এবং এর সম্পর্কে যতটা সম্ভাব জানতে আগ্রহী থাকে। কারণ প্রত্যেক মানুষই চায় জীবন সুখে-শান্তিতে কাটুক। তাই জীবনের কোনো সমস্যা থাকলে তার আগাম আভাস পেলে তার সমাধানে কিছুটা কাজে আসে। যদিও ভবিষ্যৎ সম্পর্কে জানা সম্ভব নয়,তবে গ্রহ নক্ষত্রের অবস্থানের বদল কতটা প্রভাব ফেলতে পারে রাশিফলে তার একটা আভাস পাওয়া যায়। সেই মতো কেমন হবে নতুন সপ্তাহ। প্রেম, চাকরি, বিয়ে, স্বাস্থ্য, আর্থিক স্বচ্ছলতা কেমন থাকবে? কেমন থাকবে স্বাস্থ্য? সম্পর্কের সমীকরণ কেমন থাকবে, ভুল বোঝাবুঝি মিটে ভালবাসার মানুষ কী কাছে আসবে? জেনে নিন কী বলছে নতুন মাসের নতুন সপ্তাহের রাশিফল-
কুম্ভ রাশি
নতুন রাশিতে তৃতীয় স্থানে চন্দ্রের অবস্থান থাকবে। এর ফলে এই সপ্তাহে কুম্ভ রাশির জাতকরা লাভ এবং সাফল্য পেতে পারেন। একইভাবে অর্থের উপার্জনের যোগ রয়েছে। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ পাবেন এবং আপনি নিজের চেষ্টাতেই সাফল্য পাবেন। নাম ও খ্যাতি দু’টোই পাবেন এবং ভাইদের কাছ থেকে সহযোগিতা প্রাপ্ত হবে। তবে সব কিছু ভাল থাকলেও ক্ষণিকের জন্য কাজে বাধা তৈরি হতে পারে। কারণ, পরিকল্পনাগুলি বিভ্রান্তিকর মনে হতে পারে।
কেমন হবে সপ্তাহের দিনগুলি- বুধবার থেকে আপনি সন্তানদের কাছ থেকে সহযোগিতা ও সুখ পেতে পারেন। বৃহস্পতিবার সময় ভালো যাবে। শুক্র ও শনিবার সুখ থাকবে।
চাকরি ও ব্যবসা- চাকরি ও ব্যবসার জন্য সময় শুভ। আপনি ব্যবসায়িক সাফল্য পাবেন এবং ব্যবসায় সহযোগিতা পাবেন। অন্যদিকে চাকরির ক্ষেত্রে উর্ধ্বস্তন ব্যক্তির সাহায্য পাবেন।
শিক্ষা- শিক্ষা অর্জনে কোনও বাধা তৈরি হয়ে থাকলে তা অবশেষে মিটে যাবে।
স্বাস্থ্য- স্বাস্থ্য মোটের ওপর ঠিক থাকলেও পেট ও কোমরে সমস্যা আপনাকে সাময়িক ভাবে ভোগাতে পারে।
প্রেম– প্রেম ও সম্পর্কের জন্য সময়টা বেশ শুভ। প্রেমে মনের মানুষের সঙ্গে বিবাদের অবসান ঘটবে এবং অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারে।
কী করবেন- কৃষ্ণের আরাধনা করুন ও প্রসাদে মিষ্টি দিন।
আরও পড়ুন: