বাঁকুড়া: জারি হয়েছে মৃত্যু পরোয়ানা। এখন মৃত্যু শুধুমাত্র সময়ের অপেক্ষা। দীর্ঘ বহু বছর ধরে একপায়ে দাঁড়িয়ে থেকে এলাকার সৌন্দর্যকে বাড়িয়েছিল তারা। স্বাগত জানিয়েছে পথচলতি মানুষকে। বর্তমানে রাস্তা সম্প্রসারণেবর জন্য মৃত্যু পরোয়ানা জারি হয়েছে সেই তালগাছগুলির। মৃত্যুর দিন গুনছে বাঁকুড়ার পি মোড় থেকে সারেঙ্গা পর্যন্ত তালগাছগুলি। গাছগুলিকে না কাটার আর্জি স্থানীয়দের।
আরও পড়ুন: ভাড়া না বাড়ালে গড়াবে না বাসের চাকা
বাঁকুড়ার জঙ্গলমহলের পি মোড় থেকে সারেঙ্গা যাওয়ার রাস্তায় আমজোড় থেকে সুখাডালির মাঝে রাজ্য সড়কের দু’পাশে প্রায় ২০০ র বেশী তালগাছ দাঁড়িয়ে আছে। ব্রিটিশ আমল থেকে এইভাবেই তালগাছগুলি একটা ঐতিহ্যকে আঁকড়ে রেখেছে বলে দাবি স্থানীয় মানুষের। ইতিহাস পাতা উল্টালে জানা যায়, ব্রিটিশ শাসনকালে আয়েঙ্গার সাহেব ও দূরদর্শী কালেক্টর সাহেব ঐ তালগাছগুলি রোপণ করেছিলেন। তারপর থেকেই এলাকার ল্যান্ডমার্ক হয়ে দাঁড়িয়ে রয়েছে তালগাছগুলি। আর শুধু ল্যান্ডমার্কই নয়, সাহেব বাঁধ সন্নিহিত শালগাছের জঙ্গল, পাড়ের তালগাছগুলির সৌন্দর্যের বাতাবরণে এখানে তৈরী হওয়ার কথা ছিল ইকো ট্যুরিজম পার্ক। রাস্তা সম্প্রসারণের জন্য সেসবের মুখে এখন প্রশ্নচিহ্ন।
আরও পড়ুন: উচ্চ-প্রাথমিকে শিক্ষক নিয়োগে উঠলো স্থগিতাদেশ
এই গাছ বাঁচাতে সামিল হয়েছেন স্থানীয় মানুষ থেকে পরিবেশপ্রেমী সকলেই। দাবি উঠেছে, রাস্তা সম্প্রসারণ হোক কিন্তু ইতিহাসের সাক্ষী গাছগুলিকে বাঁচানো হোক। আর্তি প্রশাসনের কাছে। ইতিমধ্যেই সারেঙ্গা বিডিওকে গাছ বাঁচিয়ে রাস্তা সম্প্রসারণের দাবি জানানো হয়েছে। এই বিষয়ে অবশ্য প্রশাসনিক কোনও প্রতিক্রিয়া মেলেনি।