বসিরহাট: এবার এক নতুন ভূমিকায় সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান। বরাবরই লাইম লাইটে থাকা অভিনেত্রী নুসরত জাহানকে দেখা গেল কোমর বেঁধে কালী পূজোর খিচুড়ি ভোগ রান্না করতে। পরনে অফ হোয়াইট-লাল সিল্কের শাড়ি, পরিপাটি করে বাঁধা চুল, বিশাল খুন্তি হাতে নিয়ে মায়ের ভোগ রান্নায় ব্যস্ত অভিনেত্রী। শনিবার বসিরহাট উত্তরের খোলাপোতা কালী মন্দিরের পুজোয় শামিল হন সাংসদ। পুজোর উদ্বোধনের পর ঘরের মেয়ে হয়ে পুজোর ভোগ রান্নাতেও হাত লাগিয়ে এক সম্প্রীতির বার্তা দেন নুসরত জাহান।
অভিনয়ের পাশাপাশি নুসরত রান্নার কাজেও পটু। ওইদিন একেবারে পেশাদার রান্নার ঠাকুরের মতো খুন্তি নেড়ে, মশলা ঢেলে খিচুড়ি ভোগ রান্না করেন নুসরত। খুন্তি চালাতে চালাতেই সাংসদ প্রশ্ন করেন, ‘ কি পেরেছি?’ চারদিক থেকে জবাব আসে- ‘হ্যাঁ, দিদি পেরেছেন’।
সপ্তাহখানেক আগেই ছবিটা ছিল অন্য রকম। গোটা বসিরহাট জুড়ে পোস্টার পড়েছিল ‘নিখোঁজ’ সাংসদ নুসরত জাহান। তারপর সমস্ত জল্পনায় জল ঢেলে বসিরহাট কলেজের সংস্কার ও উন্নয়নের কাজ তদারকি করতে গত বৃহস্পতিবার বসিরহাট সফরে পৌঁছেছিলেন নুসরত। শনিবার ফের একগুচ্ছ কর্মসূচি নিয়ে নিজের এলাকায় হাজির ছিলেন নুসরত জাহান। এদিন টাকি পুরসভায় বৈঠক করেন নুসরত, এরপর টাকিতে একটি সেলফি পয়েন্টের উদ্বোধন সারেন। তার পরেই বিকেল নাগাদ খোলাপোতা শ্মশান কালী মন্দিরে পা রেখে সবার মন জয় করে নেন নিমেষে।
আরও পড়ুন: HS Result 2022: আগামী ২৭ জুনের মধ্যে উচ্চমাধ্যমিকের ফল
স্থানীয় সূত্রে খবর, বসিরহাটের এই শ্মশান কালীর মন্দির নির্মাণে অনেক মুসলিম বাসিন্দার অবদান রয়েছে। এ দিন শ্মশান কালী পুজোর উদ্বোধনে গিয়ে আরও একবার সেই সম্প্রীতি তুলে ধরলেন নুসরত জাহান।