যা গরম পড়েছে তাতে ঘরোয়া উপায়ে ত্বকের পরিচর্যা করতে গিয়ে ঘেমে নেয়ে এক হয়ে যাওয়ার উপক্রম। তাই এই গরমে অন্যান্য প্রাকৃতিক উপকরণের বদলে বেছে নিন নানা রকমের ক্লে-র তৈরি ফেসপ্যাক। ত্বকের মরা কোষ ঘষে তুলতে, ধুলো বালি ময়লা ত্বকের গভীরে গিয়ে পরিষ্কার করে উজ্জীবিত করে তোলে। তবে রকমারী ক্লে-র মধ্যে মুলতানি মাটি সব থেকে বেশি জনপ্রিয় এবং সহজলভ্য। ত্বকের পরিচর্যায় কীভাবে মুলতানি মাটির ফেস প্যাক ব্যবহার করলে ভাল কাজ হবে জেনে নিন। কাজে লাগান বিশ্বখ্যাত বিউটি এক্সপার্ট শাহনাজ হুসেনের এই টিপসগুলো। ত্বকের সৌন্দর্য ধরে রাখতে মুলতানি মাটির ব্যবহার সেই শতাব্দী প্রাচীন। মুলতানি মাটি ত্বকের জন্য খুব উপকারী কারণ এতে ত্বক থেকে ময়লা ও বাড়তি তেল শোষণ ও নিরাময়ের কার্যকারিতা রয়েছে।
মুলতানি মাটি ত্বকের বাড়তি তেল কমিয়ে ত্বক সঠিকভাবে ডিটক্সিফাই করে। এছাড়া এই প্রচণ্ড গরমে মুলতানি মাটি মুখে লাগিয়েও আরাম পাবেন।
তৈলাক্ত ত্বকের জন্য মুলতানি মাটির মাস্ক
তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে মুলতানি মাটি দারুন ভাল কাজ করে। মুলতানি মাটির সঙ্গে গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। চোখ এবং ঠোঁটের চারপাশের জায়গাটি ছেড়ে মুখে এই মিশ্রণ লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বকের বাড়তি তেলে পরিষ্কার হয়ে যাবে ত্বকের জেল্লা বাড়বে।
ব্রণ প্রবণ ত্বকের জন্য ফেসপ্যাক
ব্রণ প্রবণ ত্বকের জন্য মুলতানি মাটির মাস্ক তৈরি করুন এভাবে। একটি পাত্রে চন্দনের গুঁড়ো, গোলাপ জল,নিমের গুঁড়া মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। মাস্ক শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। জীবাণু সংক্রমণ কম করে ব্রণ সারিয়ে তুলবে এবং ত্বক পরিষ্কার করবে।
ব্রণর দাগের জন্য ফেসপ্যাক
ব্রণ দাগ সরাতে একটি পাত্রে মুলতানি মাটির সঙ্গে এক চা চামচ লেবুর রস ও গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্ট মুখে লাগিয়ে নিন। মিশ্রণটি শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
(ছবি সৌ: Unsplash)