Placeholder canvas
কলকাতা বুধবার, ০১ মে ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
MSD-CSK: চেন্নাইয়ের মাটিতে খেলেই আইপিএল অভিযান শেষ করতে চান ধোনি
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: দীপঙ্কর গুহ
  • প্রকাশের সময় : শনিবার, ২১ মে, ২০২২, ০৮:১৮:৩৪ পিএম
  • / ২২৪ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: দীপঙ্কর গুহ

তিনি এখন ৪০ টপকে বয়সের দৌড়ে প্রায় ৪১। এই বয়সে পৌঁছে ক্রিকেটাররা অধিকাংশই কোচিংয়ে যুক্ত হন অথবা কেউ অন্য পেশায় জড়িয়ে রাখেন নিজেকে। কিন্তু তিনি মহেন্দ্র সিং ধোনি। অনেক কিছুই অন্যরকম। এখনও দিব্যি খেলে চলেছেন। আর খেলে চলেছেন আইপিএলের মতো হাড্ডাহাড্ডি প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে! এখনও সেই চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিচ্ছেন। আর এবারের শেষ ম্যাচটি খেলতে নেমে জানিয়ে দিয়েছেন: আগামী মরশুমেও খেলবেন এবং নেতৃত্ব দেবেন।

চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস(CSK) এবারের আইপিএলে প্লে অফে জায়গা করে নিতে পারেনি। শুক্রবার রাজস্থান রয়্যালস (RR) বিপক্ষে ম্যাচ দিয়ে তারা আসর থেকে বিদায় নিয়েছে। ম্যাচ শুরুর আগেই টস করতে নেমে নিজের ভবিষ্যৎ নিয়ে সব জল্পনা থামিয়ে দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। তিনি বলেন, চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সিতে পরের বছরও খেলবেন।এমন ঘোষণায় চেন্নাই ফ্যানরা বেজায় খুশি।

এমন খবরে বেশি খুশি ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তাঁর মতে, ধোনির পক্ষে আরও এক বছর খেলাটা কোনও সমস্যাই হবে না।

ভারতের এই প্রাক্তন কোচ বলেছেন, ‘ধোনি যে অসাধারণ ফিট এটা নিয়ে কোনও সন্দেহই নেই। পরের বছরের পরিকল্পনার কথা এখনই ঘোষণা করে দিয়ে ধোনি ভালো করেছে। এতে সেই এক ঝটকায় জল্পনাটা থামল। ওকে ঘিরে যে নাটক চলছিল সেটা এবার বন্ধ হল। এই দেশে সাদা বলের ক্রিকেটে ধোনি অন্যতম সেরা নেতা। চেন্নাই সমর্থকদের কাছে বাকি সব কিছুর থেকে এই ঘোষণা সবচেয়ে বেশি আনন্দ দেবে। ধোনি কিন্তু সাধারণ কোনও ক্রিকেটার নয়। ভাবা যায়, অনায়াসে এই ক্রিকেটার সেনাবাহিনীর সঙ্গে পাহাড়ে চলে যেতে পারে। দুই-তিন মাস বিরতি পেলেই সে আবার মাঠে ফিরে ভাল ক্রিকেট উপহার দেবে। ‘

শাস্ত্রীর মতে, ধোনি এখন ক্রিকেটকে অনেক বেশি উপভোগ করছেন। গতবারের থেকে এবারের পারফরম্যান্সের পার্থক্য দেখলেই সেটা বোঝা যাবে। শাস্ত্রী মনে করেন, ধোনি এক অসাধারণ ফিট ক্রিকেটার। বলেছেন, “কিভাবে অনুশীলন করে সেটা দেখলেই বুঝতে পারবেন। শুধু দৌড়াদৌড়ি করে আর জিমে ওজন তুলে সময় কাটাতে চায় না। অন্যান্য খেলার সঙ্গেও নিজেকে যুক্ত রাখে। ব্যাডমিন্টন বা অন্য কোনো খেলা খেলে নিজেকে ফিট রাখে। আমার ধারণা, সে এবার ক্রিকেট দারুণভাবে উপভোগ করেছে”।

এবারের আইপিএল চেন্নাইয়ের জন্য মোটেই ভালো যায়নি। ১৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দশ দলের টুর্নামেন্টে ৯ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ হয়েছে তাদের। শুক্রবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ৫ উইকেটের ব্যবধানে পরাজিত হয়েছে চেন্নাই সুপার কিংস। আর এই ম্যাচে জয় পেয়ে রাজস্থান রয়্যালস তৃতীয় দল হয়ে প্লে অফে খেলা নিশ্চিত করে ফেলে।

মাঠে টস করতে গিয়ে ধোনি বলেন, ‘অবশ্যই আমি আইপিএল ২০২৩ মরশুমে খেলছি। এর কারণ খুব সহজ। চেন্নাইয়ে না খেলা এবং সমর্থকদের ধন্যবাদ না জানানো-আমার জন্য হবে বড় অন্যায়। মানছি, মুম্বই এমন এক জায়গা, যেখানে দল এবং ব্যক্তি হিসেবে আমি অনেক ভালোবাসা পেয়েছি। কিন্তু চেন্নাইয়ের ভক্তদের জন্য এটা কোনোভাবেই ভালো নয় মুম্বইয়ে মাটিতে শেষ ম্যাচ খেলা।’

কেন আগামী মরশুমেও খেলতে চান এমএসডি (MSD)? সেটির কারণও জানিয়ে দিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী এই অধিনায়কটি । তিনি বলেছেন, ‘আশা করছি, আগামী বছর দলগুলো দেশের মাটিতে ঘুরে ঘুরে খেলার সুযোগ পাবে (হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিক খেলা হলে যেটা হয়)। তখন প্রতিটি জায়গায় সমর্থকদের ধন্যবাদ জানাতে পারবো। জানি এটা বড় প্রশ্ন, এবারই আমার শেষ বছর না কি না। মানছি, ভবিষ্যত নিয়ে কিছু বলা যায় না। তবে আমি আগামী মরশুমে দারুণভাবে মাঠে ফিরে আসার জন্য কঠোর পরিশ্রম করবো।’

ছবি: সৌ-টুইটার।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১
১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮
১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

কলকাতায় মত্ত বাবার হাতে খুন ছেলে
বুধবার, ১ মে, ২০২৪
দিল্লির বহু স্কুলে বোমাতঙ্ক, পৌঁছেছে বম্ব স্কোয়াড-দিল্লি দমকল বাহিনী
বুধবার, ১ মে, ২০২৪
বিশ্বকাপে রিঙ্কুর বাদ পড়ার জন্য দায়ী KKR!  
বুধবার, ১ মে, ২০২৪
আবর্জনা পরিষ্কারের দাবিতে জি টি রোড অবরোধ!
বুধবার, ১ মে, ২০২৪
বিজেপি কর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ
বুধবার, ১ মে, ২০২৪
বুধবার, ১ মে, ২০২৪
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল অভিজ্ঞতায় ভর্তি, নেই তারুণ্য!
বুধবার, ১ মে, ২০২৪
বুধবার, ১ মে, ২০২৪
ভিনিসিয়াসের জোড়া গোল, বায়ার্নের মাঠে রিয়ালের ড্র
বুধবার, ১ মে, ২০২৪
কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিরতি পঠনপাঠনে, বিজ্ঞপ্তি দিল শিক্ষা সংসদও
বুধবার, ১ মে, ২০২৪
যুদ্ধবিরতির দাবি শিক্ষার্থীদের, হ্যামিল্টন হলে প্রবেশ করল পুলিশ
বুধবার, ১ মে, ২০২৪
বুধবার, ১ মে, ২০২৪
তাপপ্রবাহের দহন জ্বালা রাজ্যের ১৮ জায়গায়
বুধবার, ১ মে, ২০২৪
সিদ্ধিদাতার কৃপায় ৫ রাশির জাতকের জীবন হবে সুখময়
বুধবার, ১ মে, ২০২৪
নতুন রূপে ফিরছে রাজামৌলির ‘বাহুবলী’!
মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team