ইম্ফল: করোনা আতঙ্কের মাঝে দেশে আবারও ভূমিকম্প। শুক্রবার সকালে কম্পন অনুভূত হল উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে। মাঝারি মাপের ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে জাতীয় ভূমিকম্প কেন্দ্র। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৪.৫।
জাতীয় ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, এদিন সকাল ৫টা ৫৬ নাগাদ মণিপুরের উখরুলে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ওই কম্পনের তীব্রতা ছিল ৪.৫। যদিও এখনও পর্যন্ত হতাহত বা বড় কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।
মণিপুর ভূমিকম্প প্রবণ রাজ্য হিসেবেই পরিচিত। মাঝে মধ্যেই স্বল্পমাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্য। শুক্রবারের ভূমিকম্পে অধিকাংশ মানুষই ভয়ে বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ২০ জুনও কেঁপে উঠেছিল মণিপুরের উখরুল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৬।