কলকাতা: লস্কর জঙ্গি শেখ নইমের মৃত্যুদণ্ড থেকে অব্যাহতির আবেদন গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। প্রায় ১ হাজার ১৮৯ দিন দেরি হয়েছে এই আবেদন করতে। তা সত্ত্বেও এই আবেদন গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যামে শেখ নইম জানান, দেশের নানা জেলে থাকার দরুন আবেদন করতে তাঁর বেশ কিছুদিন দেরি হয়ে গিয়েছে। বর্তমানে তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন। সেখান থেকেই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিচাপতির সঙ্গে সওয়াল-জবাব করেন সে। মামলার পরবর্তী শুনানি আগামী ৭ জুন।
২০০৭ সালে বনগাঁর পেট্রাপোল সীমান্তে অস্ত্র সমেত ধরা পড়ে নইম-সহ মোট চারজন। তদন্তে জানা যায়, চারজনই লস্কর-ই-তইবার সদস্য। তার মধ্যে নইম পাকিস্তান থেকে জঙ্গি প্রশিক্ষণ নিয়ে আসা যুবক। তারপর থেকে সংশোধনাগারেই ছিল ওই চারজন। বিচার চলাকলীনই বেশ কয়েকবার সংশোধনাগার থেকে পালিয়ে যান নইম।
আদালত সূত্রের খবর, পরবর্তীকালে নইম-সহ চারজনের বিরুদ্ধেই মুম্বই বিস্ফোরণ এবং দিল্লির জামা মসজিদে ভয়াবহ বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনে এনআইএ। তারা চারজনকেই নিজেদের হেফাজতে নেয়। সকলেরই বর্তমান ঠিকানা দিল্লির তিহার সংশোধনাগার। মৃত্যুদণ্ডের সাজা থেকে অব্যাহতি পাওয়ার আবেদন জানিয়েছিল নইম। সেই সূত্রেই এদিন কলকাতা হাইকোর্টে শুনানির দিন ধার্য হয়েছিল। তিহার সংশোধনাগার থেকে কড়া পুলিস পাহারায় নইমকে কলকাতা হাইকোর্টে হাজির করানো হয়।
আরও পড়ুন: SSC Probe: আদালতের নির্দেশে এসএসসির সচিবকে দফতরে ঢুকতে দিল না সিআরপিএফ
কলকাতা হাইকোর্টের নির্দেশ, আপাতত কলকাতারই কোনও সংশোধনাগারে রাখতে হবে নইমকে। রাজ্য পুলিসের ডিজি এবং কারা বিভাগের ডিজি তত্ত্বাবধানের দায়িত্বে থাকবেন।