শ্রীনগর: উপত্যকায় ফের সেনা-জঙ্গি সংঘর্ষ৷ তীব্র গুলির লড়াইয়ে খতম হয়েছে ২ সন্ত্রাসবাদী৷ তবে জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন ২ জওয়ান৷ আহত হয়েছেন আরও অনেকে৷
আরও পড়ুন: তৃতীয় ঢেউ রুখতে ২৩ হাজার কোটি বরাদ্দ নয়া মন্ত্রিসভার
বৃহস্পতিবার লাইন অফ কন্ট্রোলের (Line Of Control) সুন্দরবেরি সেক্টরের কাছে এনকাউন্টারের (Encounter) ঘটনাটি ঘটে৷ এদিন সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা৷ তখনই টহলরত জওয়ানদের নজরে পড়ে যায় তারা৷ শুরু হয় গুলির লড়াই৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, লড়াইয়ে দু’জন ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন৷ আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী৷ তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে৷
অপরদিকে নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা গিয়েছে ২ জঙ্গি৷ তাদের নাম পরিচয় জানা যায়নি৷ তবে মৃতদের কাছ থেকে অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার হয়েছে৷ লাইন অফ কন্ট্রোলের কাছে এটা দ্বিতীয় অনুপ্রবেশের ঘটনা৷ বুধবার সকালে রাজৌরি থেকে ভারতে ঢোকার চেষ্টা করে জঙ্গিরা৷ কিন্তু জওয়ানদের তাড়া খেয়ে পালিয়ে যায়৷
আরও পড়ুন: মন্ত্রিসভায় নিশীথ-বারলা, ববির তিরে বিদ্ধ অমিত
বেশ কয়েকদিন ধরেই গোলা-গুলির শব্দে উত্তপ্ত কাশ্মীর৷ গত ২৪ ঘণ্টায় কুলগাম ও পুলওয়ামা জেলায় তিনটি পৃথক এনকাউন্টারে খতম হয়েছে ৫ জঙ্গি৷ কুলগাম জেলার জোদার এলাকায় সেনার-জঙ্গি সংঘর্ষে নিহত হয়েছে লস্কর-এ-তইবার দুই সন্ত্রাসবাদী। পুলওয়ামায় এনকাউন্টারে আরও দুই জঙ্গিকে নিকেশ করেছে সেনা। এ ছাড়া হান্দওয়া এনকাউন্টারে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল মুজাহিদিনের কমান্ডার মেহেরাজউদ্দিন হালওয়াইকে খতম করেছে সেনা৷