বাঁকুড়া: পথ দুর্ঘটনায় মৃ্ত্যু হল একই পরিবারের তিনজনের। পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল স্বামী, স্ত্রী ও তাঁদের দেড় বছরের ছেলের। ট্রেলার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল তিন জনের। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার দুর্লভপুর বড়জোড়া ইন্ডাস্ট্রিয়াল করিডোরের শ্রীচন্দনপুর পেট্রল পাম্পের কাছে। আটক করা হয়েছে ট্রেলারটিকে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, একটি বাইকে সঞ্জয় মহন্ত, তাঁর স্ত্রী অর্চনা মহন্ত ও তাঁদের দেড় বছর বয়সী ছেলে শুভম মহন্তকে নিয়ে বড়জোড়ার দিক থেকে গঙ্গাজলঘাটির ডুমুরিয়া গ্রামে নিজেদের বাড়িতে ফিরছিলেন। শ্রীচন্দনপুর গ্রামের কাছে আসতেই উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রেলার সজোরে মুখোমুখি ধাক্কা মারে বাইকটিকে। রাস্তায় ছিটকে পড়েন তিনজনই। খবর পেয়ে ঘটনাস্থালে পৌঁছয় গঙ্গাজলঘাটি থানার পুলিস। গুরুতর জখম অবস্থায় আহতদের উদ্ধার করে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় মা ও ছেলের।
আরও পড়ুন: Srilanka Power Cut: শ্রীলঙ্কায় চরম বিদ্যুৎ সংকট, সারা দেশে নোটিস দিয়ে বিদ্যুৎ ছাঁটাই
অন্যদিকে সঞ্জয়ের আঘাত গুরুতর থাকায় তাঁকে সোমবার রাতেই চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। তবে শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার বিকেলে সঞ্জয়ের মৃত্যু হয়। একই পরিবারে তিনজনের মৃত্যুতে শোকের ছায়া এলাকয়।