কলকাতা: এবার মন্ত্রী-কন্যার শিক্ষক পদে নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ উঠল কলকাতা হাইকোর্টে। অভিযোগ করা হয়েছে, হাইজাম্প ফর্মুলায় যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে নিয়োগ করা হয়েছে। মঙ্গলবার রাজ্যের মন্ত্রীকেও মামলার পক্ষ করার নির্দেশ দিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। আজই দুপুর ৩টের সময় মামলার শুনানি। তার আগে মন্ত্রীর ব্যক্তিগত সহায়ককে মামলার নোটিস ধরাতে বলেছে আদালত।
পরেশ বর্তমানে শিক্ষা দফতরের রাষ্ট্রমন্ত্রী। তাঁর মেয়ের নাম যখন স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ তালিকায় এক নম্বরে উঠে আসে, তার কয়েক ঘণ্টা আগে পরেশ ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। অথচ ৪৮ ঘণ্টা আগেও তাঁর মেয়ে অঙ্কিতার নাম কমিশনের ওয়েটিং লিস্টেও ছিল না। সেই প্রার্থীর নাম কী করে এক নম্বরে চলে এল, সে ব্যাপারে কমিশন কোনও জবাব দিতে পারেনি। ওই ঘটনা নিয়ে সেইসময় যথেষ্ট আলোড়নও সৃষ্টি হয় রাজ্যে। বাম জমানায় পরেশ ছিলেন খাদ্যমন্ত্রী। বামেদের অভিযোগ, দলত্যাগ করার পুরস্কার হিসেবেই পরেশের মেয়েকে এরকম বেআইনিভাবে স্কুলের চাকরিতে ঢোকানো হয়েছে।
আরও পড়ুন: Assam Flood: অসমের ২৪ জেলা জলের তলায়, বন্যায় মৃত ৭
কমিশনের উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহ তখন ব্যাখ্য়া দিয়েছিলেন, টেকনিক্যাল ফল্টের কারণে অঙ্কিতার নাম এক নম্বরে আসেনি। পরে রিভিউ করে দেখা যায়, প্রার্থী অনেক বেশি নম্বর পেয়েছেন। তাই ওর নাম এক নম্বরে চলে আসে। ২০১৮ সালের আগস্ট মাসে তালিকা প্রকাশের পর স্কুল সার্ভিস কমিশনের লিস্টে এক নম্বরে নাম ছিল ববিতা বর্মনের। দুদিন পর ওই প্রার্থীর নাম এক নম্বর থেকে সরে যায়। এক নম্বরে নাম চলে আসে বাম জমানার প্রাক্তন মন্ত্রী এবং পরবর্তীকালে দলবদলু পরেশের মেয়ে অঙ্কিতার।