সোনারপুর: বউবাজারের পর এবার বাড়িতে ফাটল ঘিরে আতঙ্ক সোনারপুরেও। রাজপুর সোনারপুর পুরসভায় তৈরি হচ্ছে বহুতল। অভিযোগ, বহুতল নির্মানের জেরে একমাত্র বিদ্যালয়-সহ একাধিক বাড়িতে ফাটল দেখা গিয়েছে। পুরসভায় লিখিত অভিযোগ দায়ের করেও কোনও লাভ হয়নি। এই ঘটনায় পুরসভা এবং নগরোন্নয়ন বিভাগের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।
রাজপুর সোনারপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের চৌহাটির ঘটনা। ওই এলাকায় একটি বহুতল নির্মাণ হচ্ছে। তার জেরেই একাধিক বাড়ি এবং এলাকার একমাত্র স্কুলটিতে ফাটল ধরেছে বলে অভিযোগ। তাতে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, নির্মীয়মাণ প্রজেক্টে মেশিন চালু করা হলেই গোটা বাড়ি কাঁপতে শুরু করে। খাটে শুয়ে থাকলেও কাঁপুনি অনুভূত হয়। তার জেরে নানান শারীরিক সমস্যাও দেখা গিয়েছে। এই ব্যাপারে অনেকেই বহুতলে কর্মরতদের কাছে নিজেদের অভিযোগ জানিয়েছেন। অনেকে আবার লিখিত অভিযোগ দায়ের করেছেন পুরসভায়। তারপরও কোনও সমাধান সূত্র বের হয়নি।
এলাকার কাউন্সিলর রাজীব পুরোহিত বলেন, আমার কাছে যখন খবর আসে তখন আমি নির্মীয়মাণ সংস্থার দায়িত্বপ্রাপ্তের সাথে কথা বলি। কোম্পানি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বসতে চাইলে তারা বসতে রাজি হয়নি। তিনি আরও জানান, সংস্থার পক্ষে পুলিসের সঙ্গে যোগাযোগ করা হয়। সোনারপুর থানার আইসি কয়েকজন ক্ষতিগ্রস্তকে ডাকেন এবং তাদের নিয়ে একটি বৈঠক হয়। সেখানে আইসি তাদের জানান, ক্ষতিগ্রস্তদের ওই নির্মাণকারী সংস্থা ক্ষতিপূরণ দেবেন। স্থানীয় বাসিন্দারা তা মেনেও নেন বলে দাবি ওই কাউন্সিলরের।
এই বিষয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, চৌহাটি এলাকায় প্রাইভেট কোম্পানি হাঙরের মত ঝাঁপিয়ে পড়েছে। আশেপাশের বাড়িতে ফাটল ধরছে অথচ কারোর হেলদোল নেই। যাদের বাড়ি ফাটল ধরছে তাদের পাশে কি কেউ দাঁড়াবে না? পুরসভার ও আরবান ডেভেলপমেন্ট দফতরের ভুমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
আরও পড়ুন: Pallabi Dey Death: মাঝরাত অবধি জিজ্ঞাসাবাদ সাগ্নিককে, কী জানতে পারল পুলিস?
পুলিসের ভুমিকা নিয়ে সমালোচনা করে সুজন চক্রবর্তী বলেন, টাকার বিনিময়ে রফা করে দেওয়া কাজ নয় পুলিসের। আশেপাশের মানুষের বিপদের কথা না ভেবেই কোটি কোটি টাকার রফা চলছে। পুলিসের কাজ ব্যবস্থা নেওয়া, সালিশি করা নয়।
এই বিষয়ে নির্মীয়মাণ সংস্থার ইঞ্জিনিয়ার দু-একটি ক্ষতিগ্রস্ত বাড়ি ঘুরে দেখলেও তা নিয়ে কিছু বলতে চাননি। রাজপুর সোনারপুর পুরসভার প্রধান পল্লব দাস জানান, তাঁরা এই বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছেন। পুরসভার ইঞ্জিনিয়ার ঘটনাস্থল পরিদর্শন করবে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।