হাওড়া: গঙ্গায় স্নান করতে নেমেছিল ৬ যুবক। তার পরই ঘটে গেল বড় দুর্ঘটনা। গঙ্গায় (Ganga) চারজন স্নান করতে নেমে ঘরে ফিরলেন না মহঃ সাব্বির নামে হাওড়ার টিকিয়াপাড়ার বাসিন্দা এক যুবক। ঘটনাটি হাওড়ার রামকৃষ্ণপুর গঙ্গার ঘাটের।
গরমের বিকালে স্নান করতে গঙ্গায় নেমেছিলেন কয়েকজন যুবক। রোজ দিনের অভ্যাস মতোই লঞ্চের মাথা থেকে ঝাঁপ দিচ্ছিলেন গঙ্গায়। আবার উঠে আসছিলেন। কিন্তু রবিবার সাব্বির নামের ওই যুবক লঞ্চের উপর থেকে ঝাঁপ দিতেই তলিয়ে যান।
তাঁকে উঠে আসতে না দেখে সঙ্গে সঙ্গে ওই যুবকের খোঁজে শুরু হয় তল্লাশি। ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, কলকাতা পুলিসের রিভার ট্রাফিক, হাওড়া সিটি পুলিশের তৎপরতায় গঙ্গায় ডুবুরি নামানো হয়।
প্রায় ১ ঘণ্টা ধরে চালানো হয় তল্লাশি। অবশেষে উদ্ধার করা হয় ওই যুবককে। জল থেকে উদ্ধারের পর তাঁকে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
আরও পড়ুন- Howrah: ডোমজুড়ে দুষ্কৃতী খুনের ঘটনায় গ্রেফতার ১, আটক ২