আজ থেকে শুরু হয়ে গেছে নতুন সপ্তাহ। কেমন হবে এই নতুন সপ্তাহ। প্রেম, চাকরী, বিয়ে, স্বাস্থ্য, আর্থিক স্বচ্ছলতা কেমন থাকবে? কোথাও কোনও জটিলতার ইঙ্গিত রয়েছে কী? পরিবার পরিজনেদের সঙ্গে সুখে শান্তিতে কাটবে দিন নাকি সপ্তাহ জুড়ে থাকবে চূড়ান্ত ব্যস্ততা। কেমন থাকবে স্বাস্থ্য? গ্রহ নক্ষত্রের অবস্থানের বদলে কতটা প্রভাব ফেলবে আপনার রাশিফলে জেনে নিন-
কুম্ভ রাশি
এই সপ্তাহ সব রকম ভাবে এবং সব দিক দিয়েই আপনার জন্য শুভ। কাজে সাফল্য আসবে। চন্দ্র নিজের অবস্থান থেকে অগ্রসর হওয়ায় কুম্ভ রাশির জাতকদের জন্য এই সপ্তাহটা খুব ভাল কাটবে। নতুন লোকজনের সঙ্গে আলাপ হবে এবং লাভদায়ক সম্পর্ক তৈরি হবে। একইসঙ্গে বিদেশে যাওয়ার ইচ্ছে আছে যাদের তাদের সেই ইচ্ছাপূরণ হওয়ার সম্ভাবনা প্রবল। কোনও রকম কোনও বাধা থাকবে না। ধন উপার্জনের জন্য শ্রেষ্ঠ সময়। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। মামলা-মোকদ্দমায় শত্রুপক্ষের বিরুদ্ধে সহজেই জয়ী হবেন।
কেমন হবে সপ্তাহের দিনগুলি- বৃহস্পতিবার ও শুক্রবার সময় কিছুটা প্রতিকুল হতে পারে। অর্থ উপার্জনে ঘাটতি হওয়ায় সাময়িক উদ্বেগ তৈরি হবে। দুঃখের খবর পেতে পারেন। অহেতুক খরচ হতে পারে। তবে শনিবারের মধ্যেই সব সমস্যা মিটে যাবে।
চাকরি ও ব্যবসা- ব্যবসার জন্য সময়টা বেশ ভাল। কেমিক্যাল, শাক সব্জি, কৃষি, তেল ও ফ্যাশন এবং রত্নের কাজে যুক্ত যারা বিশেষ করে তাদের লাভ বেশি হবে। ব্যবসার পাশাপাশি চাকরির জন্যেও সময়টা বেশ ভাল। চাকরির ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে।
শিক্ষা- পড়াশোনার ক্ষেত্রে যে কোনও সমস্যা থেকে থাকলে এবার তা মিটে যাবে। পরিণাম আপনার মন মতো হবে। সাফল্য লাভ করবেন এবং পড়াশোনায় মনোযোগ বাড়বে।
স্বাস্থ্য- স্বাস্থ্য মোটের ওপর ভাল থাকবে তবে গলায় কিছু সমস্যা দেখা দিতে পারে। আর হৃদরোগে আক্রান্তরা স্বাস্থ্য নিয়ে বাড়তি সচেতনতা অবলম্বনের প্রয়োজন।
প্রেম– প্রেমের জন্য সময়টা শুভ। প্রেমে সাফল্য আসবে। বিবাহিতদের, দাম্পত্য কলহ মিটে দাম্পত্য জীবন সুখের হবে।