আজ থেকে শুরু হয়ে গেছে নতুন সপ্তাহ। কেমন হবে এই নতুন সপ্তাহ। প্রেম, চাকরী, বিয়ে, স্বাস্থ্য, আর্থিক স্বচ্ছলতা কেমন থাকবে? কোথাও কোনও জটিলতার ইঙ্গিত রয়েছে কী? পরিবার পরিজনেদের সঙ্গে সুখে শান্তিতে কাটবে দিন নাকি সপ্তাহ জুড়ে থাকবে চূড়ান্ত ব্যস্ততা। কেমন থাকবে স্বাস্থ্য? গ্রহ নক্ষত্রের অবস্থানের বদলে কতটা প্রভাব ফেলবে আপনার রাশিফলে জেনে নিন-
ধনু রাশি
এই সপ্তাহ চাকরি এবং সন্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোমবার থেকে এই দুটি বিষয়ের সঙ্গে যুক্ত যাবতীয় ব্যাপারগুলি সপ্তাহজুড়ে মন ভালো রাখবে। তবে আয়ের ক্ষেত্রে ওঠা-নামা আপনার চিন্তা বাড়াতে পারবে। বিরোধীদের সহজেই দমন করতে পারবেন এবং বিরোধীদের বিরুদ্ধে বিবাদে সহজেই বিজয় পাবেন। যাত্রার যোগ তৈরি হলেও তা শেষ পর্যন্ত ফলপ্রসূ হবে না। সাহায্যের আশা থাকলে তা অবশ্যই পাবেন।
কেমন হবে সপ্তাহের দিনগুলি- বৃহস্পতিবার ও শুক্রবার আর্থিক উপার্জন বাড়বে। গুরুত্বপূর্ণ কাজে সন্তানের সাহায্য পাবেন। তবে এই সপ্তাহে শনিবারের দিনটি হবে আপনার জন্য সব থেকে শুভ। ভীষণ ভাল কাটবে দিনটি।
চাকরি ও ব্যবসা- চাকরি ও ব্যবসার দিক দিয়ে দিনটা বেশ শুভ। দুই ক্ষেত্রেই সাফল্য আসবে। ব্যবসায় লাভ হবে এবং পুরোনো বেশ কিছু লগ্নি থেকে লাভান্বিত হবেন। বিশেষ করে যাদের কমিশনের ব্যবসা তাদের বেশি লাভ হবে।
শিক্ষা- শিক্ষার ক্ষেত্রে এই সপ্তাহ মিশ্র থাকবে। অধ্যবসায়ের অভাবে পড়াশোনায় সমস্যা দেখা দিতে পারে। শিক্ষার্জনে বাঁধা হতে পারে। আবার অন্যদিকে নতুন প্রোজেক্টের সঙ্গে যুক্ত হওয়ার যোগ রয়েছে। তাই শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে হবে।
স্বাস্থ্য- স্বাস্থ্য এই সপ্তাহে আপনার চিন্তা বাড়াতে পারে। পেট এবং কোমরে সমস্যা তৈরি হতে পারে। একইসঙ্গে মুখে আঘাত লাগতে পারে।
প্রেম– প্রেমের জন্য সময়টা ভাল। অবিবাহিতদের ক্ষেত্রে মনের মানুষ খুঁজে পাওয়ার যোগ রয়েছে। বিবাহিতদের দাম্পত্য জীবনের সমস্যা মিটে যাবে। সংসার সুখের হবে।