আজ থেকে শুরু হয়ে গেছে নতুন সপ্তাহ। কেমন হবে এই নতুন সপ্তাহ। প্রেম, চাকরী, বিয়ে, স্বাস্থ্য, আর্থিক স্বচ্ছলতা কেমন থাকবে? কোথাও কোনও জটিলতার ইঙ্গিত রয়েছে কী? পরিবার পরিজনেদের সঙ্গে সুখে শান্তিতে কাটবে দিন নাকি সপ্তাহ জুড়ে থাকবে চূড়ান্ত ব্যস্ততা। কেমন থাকবে স্বাস্থ্য? গ্রহ নক্ষত্রের অবস্থানের বদলে কতটা প্রভাব ফেলবে আপনার রাশিফলে জেনে নিন-
কন্যা রাশি
এই সপ্তাহে একাই এগিয়ে যেতে হবে। তবে শেষপর্যন্ত লক্ষভেদ করবেন এবং জয়ী হবেন। সপ্তাহের শুরুর দিকে বেশ কিছু সমস্যার সৃষ্টি হবে। আয় কমবে এবং আপনার প্রতি অন্যদের ব্যবহার তেমন ভাল থাকবে না। তবে বুধবার থেকে পরিস্থিতির পরিবর্তন ঘটবে। আপনার বিচার বিবেচনা থাকবে যথেষ্ট ভাল তবে আর্থিক পরিস্থিতি সামাল দিতে বেশ বেগ পেতে হবে।
কেমন হবে সপ্তাহের দিনগুলি- বৃহস্পতিবার থেকে আর্থিক পরিস্থিতি আরও ভাল হবে। তবে এই সময়ে কোনও বিষয়ে কোনও ঝুঁকি নিতে যাবেন না। শনিবারের দিনটি আপনার জন্য ভীষণ শুভ।
চাকরি ও ব্যবসা- চাকরির ক্ষেত্রে অধিনের থাকা সহকর্মীরা সমস্যা সৃষ্টি করতে পারে। তবে ব্যবসার জন্য সময়টা শুভ। ব্যবসায় যাত্রার সম্ভাবনা রয়েছে ।
শিক্ষা- শিক্ষার জন্য সময়টা শুভ। কাজ পদ্ধতিগত ভাবে এগোবে। মনের মতো বিষয় নেওয়া যাবে। আশানুরূপ ফল পাবেন।
স্বাস্থ্য- শারীরিক অবস্থা ভাল থাকলেও মানসিক স্বাস্থ্য চিন্তা বাড়াবে। দুশ্চিন্তা ও উদ্বেগ বাড়বে এবং অন্যাবশ্যক আতঙ্কের সৃষ্টি হবে।
প্রেম– প্রেমের ক্ষেত্রে সময়টা শুভ নয়। মনের মানুষের সঙ্গে মত বিরোধ সৃষ্টি হতে পারে। ফলে সম্পর্কে রয়েছেন যারা তাদের মধ্যে তিক্ততা সৃষ্টি হতে পারে। তবে বিবাহিতদের ক্ষেত্রে দাম্পত্য জীবন সুখের হবে।