আজ থেকে শুরু হয়ে গেছে নতুন সপ্তাহ। কেমন হবে এই নতুন সপ্তাহ। প্রেম, চাকরী, বিয়ে, স্বাস্থ্য, আর্থিক স্বচ্ছলতা কেমন থাকবে? কোথাও কোনও জটিলতার ইঙ্গিত রয়েছে কী? পরিবার পরিজনেদের সঙ্গে সুখে শান্তিতে কাটবে দিন নাকি সপ্তাহ জুড়ে থাকবে চূড়ান্ত ব্যস্ততা। কেমন থাকবে স্বাস্থ্য? গ্রহ নক্ষত্রের অবস্থানের বদলে কতটা প্রভাব ফেলবে আপনার রাশিফলে জেনে নিন-
সিংহ রাশি
এই সপ্তাহ আর্থিক উপার্জনের দিক দিয়ে বেশ শুভ। এর ফলে গোটা সপ্তাহ মন প্রসন্ন থাকবে। আটকে যাওয়া কাজ সময় মতো মিটে যাবে।
কেমন হবে সপ্তাহের দিনগুলি- বুধবার এবং বৃহস্পতিবার বেশ ভাল কাটবে। দারুণ সব ফল পাওয়ার যোগ তৈরি হবে। সুসংবাদ পাবেন। আপনার ভাগ্য সদয় হবে। বড় কোনও কাজ সফল হওয়ার যোগ রয়েছে। শুক্রবার এবং শনিবার আপনার তেজ ও দাপট বজায় থাকবে। আত্মীয় এবং ভাইদের মধ্যে ভাল সম্পর্ক তৈরি হবে এবং ভাইদের সাহায্য পাবেন।
চাকরি ও ব্যবসা- ব্যবসা ও চাকরির ক্ষেত্রে চাপ সৃষ্টি হবে। ব্যবসায় কর্মচারীরা নতুন কোনও সমস্যা তৈরি করতে পারে। এদিকে চাকরির ক্ষেত্রে বাড়তি দায়িত্ব আসতে পারে।
শিক্ষা- শিক্ষার ক্ষেত্রে সময়টা বেশ শুভ। যে কোনও প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হবেন।
স্বাস্থ্য- স্বাস্থ্যের জন্য সময়টা শুভ। দীর্ঘদিনের কোনও রোগ বা ব্যাধির থেকে মুক্তি পেতে পারেন। তবে মাথায় আঘাত লাগতে পারে। তাই সামান্য সতর্কতা অবলম্বন করে চলাই ভাল।
প্রেম– প্রেমেরে জন্য সময়টা শুভ নয়। প্রেম প্রস্তাবের উত্তর হবে নিরাশাজনক। তাই এই সপ্তাহে নতুন প্রেম সম্পর্কের দিকে না এগোনই ভাল। তবে বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি কিংবা দুশ্চিন্তা মিটবে। সম্পর্ক মধুর হবে।