আজ থেকে শুরু হয়ে গেছে নতুন সপ্তাহ। কেমন হবে এই নতুন সপ্তাহ। প্রেম, চাকরী, বিয়ে, স্বাস্থ্য, আর্থিক স্বচ্ছলতা কেমন থাকবে? কোথাও কোনও জটিলতার ইঙ্গিত রয়েছে কী? পরিবার পরিজনেদের সঙ্গে সুখে শান্তিতে কাটবে দিন নাকি সপ্তাহ জুড়ে থাকবে চূড়ান্ত ব্যস্ততা। কেমন থাকবে স্বাস্থ্য? গ্রহ নক্ষত্রের অবস্থানের বদলে কতটা প্রভাব ফেলবে আপনার রাশিফলে জেনে নিন-
মিথুন রাশি
দীর্ঘদিনের চিন্তার অবসান ঘটবে এই সপ্তাহে। নতুন কাজের সুযোগ তৈরি হবে এবং আর্থিক উপার্জনের একাধিক নতুন পথ তৈরি হবে। কঠিন থেকে কঠিন লক্ষ্য সহজেই লক্ষভেদ করে সাফল্য আসবে। বিরোধিরা আপনার নিয়ন্ত্রণে থাকবে এবং যে কোনও বিবাদ-বিতর্কে আপানর পক্ষ মজবুত থাকবে।
কেমন হবে সপ্তাহের দিনগুলি- বৃহস্পতিবার এবং শুক্রবার, এই দু’টো দিন সামলে থাকতে হবে। নিজের স্বার্থ্য সিদ্ধির জন্য আপনাকে কেও ব্যবহার করতে পারে। সুখের পথে বাঁধা সৃষ্টি হবে। বাহনের ক্ষতি হতে পারে। তবে সপ্তাহের শেষে পরিস্থিতিতে বদল আসবে, আটকে পড়া কাজ সম্পন্ন হবে এবং আপনার প্রভাব বাড়বে।
চাকরি ও ব্যবসা- ব্যবসা ও চাকরির জন্য সময়টা শুভ। নতুন কোনও ব্যবসা শুরু করার পক্ষে একেবারে সঠিক সময়। চাকরিতে সাফল্য আসবে।
শিক্ষা- শিক্ষার জন্য সময়টা শুভ। আর্থিক সমস্যার অবসান ঘটবে এবং উচ্চ শিক্ষার পথে যে বাঁধা তৈরি হয়েছিল তার অবসান হবে।
স্বাস্থ্য- স্বাস্থ্য মোটের ওপর ভালই থাকবে তবে অ্যালার্জির সমস্যা হতে পারে। অনিদ্রার সমস্যাও তৈরি হতে পারে।
প্রেম– প্রেমের ক্ষেত্রে মিশ্র ফল পাবেন একদিকে প্রেম যেমন সাফল্য আসবে তেমন আবার বিবাহিতদের ক্ষেত্রে সাময়িক সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে পরস্পরের মধ্যে চাপা অশান্তির পরিস্থিতি তৈরি হতে পারে।