আজ থেকে শুরু হয়ে গেছে নতুন সপ্তাহ। কেমন হবে এই নতুন সপ্তাহ। প্রেম, চাকরী, বিয়ে, স্বাস্থ্য, আর্থিক স্বচ্ছলতা কেমন থাকবে? কোথাও কোনও জটিলতার ইঙ্গিত রয়েছে কী? পরিবার পরিজনেদের সঙ্গে সুখে শান্তিতে কাটবে দিন নাকি সপ্তাহ জুড়ে থাকবে চূড়ান্ত ব্যস্ততা। কেমন থাকবে স্বাস্থ্য? গ্রহ নক্ষত্রের অবস্থানের বদলে কতটা প্রভাব ফেলবে আপনার রাশিফলে জেনে নিন-
মেষ রাশি
সপ্তাহের শুরুটা ভালই হবে। মন ভাল থাকবে। কাজে সাফল্য আসবে। আর্থিক উপার্জন বাড়বে। রাশিতে চন্দ্রের অবস্থান আয়ের পথ আরও সুগম করবে।
কেমন হবে সপ্তাহের দিনগুলি- বুধ এবং বৃহস্পতিবার এমন কোনও খবর পেতে পারেন যা আপনাকে একেবারে চমকে দিতে পারে। শুক্রবার পরিচিতদের মধ্যে আপনার ব্যক্তিত্বের আকর্ষণ বাড়বে। পরিবারের সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে মতভেদ তৈরি হতে পারে। তবে এই সপ্তাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হবে শনিবার। এই দিন আপনার জীবনে সাফল্য এনে দেবে।
চাকরি ও ব্যবসা- ব্যবসায় একাধিক নতুন পথ প্রশস্ত হবে। ব্যবসায় এগিয়ে নিয়ে যাওয়ার নতুন সুযোগ পাবেন। এদিকে চাকরির ক্ষেত্রে আপনার গুরুত্ব বজায় থাকবে।
শিক্ষা- আগের তুলনায় এই সপ্তাহে পড়াশোনার জন্য বেশ শুভ। পড়াশোনা ভাল হবে এবং পরিণামও হবে একেবারে মনের মতো।
স্বাস্থ্য- স্বাস্থ্য চিন্তা বাড়াবে। চোখের সমস্যা ভোগাতে পারে। শারীরিক দুর্বলতা সমস্যার কারণ হতে পারে।
প্রেম– প্রেমের জন্য সময়টা বেশ ভাল। কাউকে প্রেম প্রস্তাব জানানোর পক্ষে সময়টা বেশ শুভ। প্রেমে সাফল্য আসবে। বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে।