আজ, মাদার্স ডে উপলক্ষ্যে চমত্কার একটা ডুডল শেয়ার করেছে গুগল। সন্তানকে আদর ও পরম যত্নে কীভাবে লালনপালন করে তা এই দারুণ মিষ্টি অ্যনিমেটেড GIFর মাধ্যমে দেখানো হয়েছে। আজ গুগলের অরিজিন্যাল লোগোর জায়গায় রয়েছে এই অ্যানিমেটেড GIF।
New Google Doodle has been released: “Mother’s Day 2022 (May 08)” 🙂#google #doodle #designhttps://t.co/JzkZZXMbHq pic.twitter.com/BTNxw6Jq6U
— Google Doodles EN (@Doodle123_EN) May 7, 2022
আজকের ডুডলে রয়েছে চারটি স্লাইড, প্রত্যেকটি স্লাইডে মাতৃ স্নেহের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। রাখা হয়েছে সন্তানের লালনপালনে মায়ের ভূমিকার বিভিন্ন দিক।
প্রথম স্লাইডে রয়েছে মা ও সন্তানের হাত। সেখানে মায়ের হাতের আঙুল ধরে রয়েছে ছোট্ট একটি হাত।
দ্বিতীয় স্লাইডেও ফের রয়েছে দুটি হাত, তাঁর সন্তানকে ব্রেইল সেখাচ্ছেন এক মা। দৃষ্টিশক্তিহীন শিশুদের শিক্ষাদানের একটি অন্যতম পদ্ধতি হল এই ব্রেইল।
আগের দুটি স্লাইডের মতোই তৃতীয় স্লাইডটিতে রয়েছে মা ও তাঁর সন্তানের হাত। এই স্লাইডে দুজনকেই হাত ধুতে দেখা যাচ্ছে। সন্তানকে পরিষ্কার পরিচ্ছন্নতার পাঠ মায়ের।
চতুর্থ এবং শেষ স্লাইডটিতে দেখা যাচ্ছে মা ও সন্তানের হাত এক সঙ্গে মিলে চারা লাগাচ্ছেন। এই বৃক্ষারোপনের মাধ্যমে মা তার সন্তানকে প্রকৃতি মায়ের সেবার পাঠ দিচ্ছেন ।
১৯০৮ সালে প্রথম বার মাদার্স ডে পালন করা হয় যখন অ্যানা জার্ভিস তাঁর মায়ের স্মৃতির উদ্দেশ্যে ওয়েস্ট ভার্জিনিয়ার গ্র্যাফ্টনের সেন্ট অ্যান্ড্রিউ মেথডিস্ট চার্চে একটি সমারোহ অনুষ্ঠান করেন। এর পর থেকেই, সন্তানের লালনপালনে মায়েদের গুরুত্বপূর্ণ ও অন্যতম অবদানকে শ্রদ্ধা ও ভালবাসা জানাতে বিশ্বজুড়ে উদযাপিত হয় মাতৃ দিবস। প্রত্যেক বছর মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয় মাদার্স ডে। সেই মতো এ বছর ৮ই মে পড়েছে মাদার্স ডে।